Saturday, January 22, 2022

গোবিন্দগঞ্জে বিরোধ মিটাতে গিয়ে হামলার শিকার ২ আইনজীবী

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা ইউনিয়নের গাড়া মারা ঘুগা গ্রামে জমিজমা নিয়ে দ্বন্দের বিবাদ মিটাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় গুরুত্বর আহত হয়েছেন, ওই গ্রামের মৃত-মছির উদ্দিনের ছেলে হাফিজার রহমান (৬৫) ও গাইবান্ধা বার এসোসিয়েশনের আইনজীবী সাজু মিয়া (৩৫) ও আব্দুর রশিদ (৩২)।

Tuesday, January 18, 2022

সিরাজগঞ্জে আইনজীবীদের বিরুদ্ধে মামলা

সিরাজগঞ্জে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের কর্মচারী ও আইনজীবীদের মধ্যে অপ্রীতিকর ঘটনার জেরে দ্বিতীয় দিনের মতো আজ সোমবার আদালত বর্জন অব্যাহত রেখেছেন আইনজীবীরা। এদিকে, আইনজীবীদের বিরুদ্ধে মারপিটের অভিযোগ এনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এক কর্মচারী থানায় মামলা করেছেন।

Monday, January 17, 2022

স্ত্রীকে নিয়ে উধাও, আইনজীবীর বিরুদ্ধে স্বামীর মামলা

প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজবাড়ী জেলা বারের আইনজীবী নিজাম হায়দারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছেন ওই নারীর স্বামী মোক্তার বিশ্বাস। পরে নিজাম হায়দারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Wednesday, January 12, 2022

আইনজীবীর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

...
চট্টগ্রাম: মনোনয়ন বাণিজ্যের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ এমপির বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে মামলা করা হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) সকালে চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক এসকেএম তোফায়েল হাসান মামলাটি গ্রহণ করেছেন।

Monday, January 10, 2022

যশোরে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা ব্যাক্তিকে হত্যার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন।

যশোরে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা সম্প্রদায়ের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

একই সাথে যশোরে যৌন সংখ্যালঘু সমকামী হিজড়া ব্যক্তিকে নৃশংসভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত গ্রেফতার পূর্বক বিচারে সোপর্দ করে দায়ীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ।

গত ০৯ জানুয়ারী ২০২২ খ্রীষ্টাব্দ দৈনিক জনকণ্ঠ পত্রিকার প্রকাশিত খবর আনুযায়ী জানা যায় যে, গত ০৮ জানুয়ারী শনিবার সকালে যশোর-ছুটিপুর সড়কের হালসা ব্রিজের কাছে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লাভলী (৩০) নামে এক হিজড়া খুন হয়েছে।

Sunday, January 9, 2022

যশোরে হিজরা হত্যার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন

যশোরে তৃতীয় লিঙ্গের লাভলী হত্যার ২৪ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ৪ জনকে গ্রেফতার ও হত্যাকাজে ব্যবহৃত অস্ত্রগুলি, চাকু উদ্ধার। শনিবার দিবাগত রাত দেড়টার দিক হতে ভোর সাড়ে তিনটে পর্যন্ত অভিযান পরিচালনা করে সদর উপজেলার হাশিমপুর, দোগাছিয়া, ঝাউদিয়া, নারাঙ্গালী, ধর্মতলা এলাকায় চার আসামিকে আটক করা হয়।

Friday, January 7, 2022

দুই বান্ধবীর বিষপান, একজনের মৃত্যু: নেপথ্যে সমকামিতা

সুমি আক্তার ও লক্ষ্মী দাস পূজা দুই বান্ধবী। দু’জনই ফরিদপুরের ভাঙ্গা কেএম কলেজের অনার্সের প্রথমবর্ষের ছাত্রী। দুই বান্ধবী গত ৭ই জানুয়ারি ভাঙ্গা থেকে শ্রীনগরে এসে একসঙ্গে বিষপান করে। পরে চিকিৎসাধীন অবস্থায় সুমির মৃত্যু হয়। সুমির মৃত্যুর পর শ্রীনগর থানায় এসে তার পরিবার ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে মামলা করে। পরে পুলিশি তদন্তে দুই বান্ধবীর সমকামিতার বিষয়টি বেরিয়ে আসে। জানা গেছে, সুমির বাড়ি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার সেরেস্তাবাদ। পূজার বাড়ি ভাঙ্গা উপজেলার সোনামুখী এলাকায়। ষষ্ঠ শ্রেণিতে পড়ার সময় তাদের পরিচয়। সপ্তম শ্রেণিতে বন্ধুত্ব হয়।

আইনজীবী নুরুল ইসলাম চৌধুরীর উপর হামলার ঘটনায় আসাফোর প্রতিবাদ সভা

বাংলাদেশ আওয়ামী সাংস্কৃতিক ফোরাম আসাফোর জেলা কমিটির সভাপতি এডভোকেট নুরুল ইসলামের উপর হামলার ঘটনার প্রতিবাদে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগ কার্যালয়ে আসাফো এই প্রতিবাদ সভার আয়োজন করে

Thursday, January 6, 2022

টাকা ভাগাভাগি নিয়ে ঢাবিতে হিজড়াদের দুপক্ষের মারামারি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের সামনে টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে হাতিরপুল এলাকার হিজড়া গ্রুপ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার হিজড়া গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মারামারি থামাতে গিয়ে হিজড়াদের হামলায় সাদমান সাকিব নামের এক যুবক মারাত্মকভাবে আহত হয়েছেন। এ ছাড়া উভয় পক্ষের চারজন হিজড়া আহত হয়েছেন।

তাড়াশে ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের কাজলী

সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের কাজলী খাতুন বিজয়ী হয়েছেন।

৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালম ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে কাজলী খাতুন সংরক্ষিত সদস্য পদে বিজয়ী হয়েছেন।

ঝিনাইদহে এবার ইউপি মেম্বার হলেন ট্রান্সজেন্ডার নারী

এবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদে জয়ী হয়েছেন এক ট্রান্সজেন্ডার নারী।

এর আগে আরেক ট্রান্সজেন্ডার নারী তৃতীয় ধাপের নির্বাচনে কালীগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে নির্বাচিত হন ।

পঞ্চম ধাপের নির্বাচনে শৈলকুপার ফুলহরি ইউনিয়নের ১ নম্বর সংরক্ষিত নারী ওয়ার্ডে হেলিকপ্টার প্রতীকে ২ হাজার ১০১ ভোটে জয়ী ঘোষণা করা হয়েছে ট্রান্সজেন্ডার শম্পা খাতুন পপিকে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাদিয়া খাতুন সূর্যমুখী প্রতীকে পেয়েছেন ৫১৪ ভোট। আরেক প্রতিদ্বন্দ্বী মাইক প্রতীকের মিলি বেগম ৩২৫ ভোট পেয়েছেন।

Wednesday, January 5, 2022

‘সেলিব্রেটি বানানোর কথা বলে’ স্কুলছাত্রীকে ধর্ষণ, আইনজীবী গ্রেপ্তার

কুমিল্লায় ইউটিউব সেলিব্রেটি বানানোর প্রলোভনে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে ১৭ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগে জাহিদ চৌধুরী নামের এক আইনজীবীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লা ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে সোমবার রাতে নগরীর মধ্যম আশ্রাফপুর এলাকার একটি আবাসিক ভবনের ৭ম তলার ফ্ল্যাট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ভিকটিম ছাত্রীসহ তিনজনকে।
গ্রেপ্তার আইনজীবী জাহিদ চৌধুরী দেবিদ্বার উপজেলার পূর্ব ফতেহাবাদের বাসিন্দা। তিনি কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সদস্য বলে নিশ্চিত করেছেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শরীফুল ইসলাম।

Monday, January 3, 2022

'আমরা হিজড়া ছিলাম না, গুরুমা নিজের স্বার্থ রক্ষায় হিজড়া বানিয়েছে'

গুরুমা হঠাও, দেশ বাঁচাও’ স্লোগান তুলে 'গুরুমা সীমা হিজড়া'র নির্যাতন ও তাঁর কর্তৃত্ববাদী শাসনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন মেহেরপুরের তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের সদস্যরা। আজ সোমবার সকালে মেহেরপুর জেলা প্রেস ক্লাবে রেখা হিজড়ার নেতৃত্বে তৃতীয় লিঙ্গ সম্প্রদায়ের ১২ সদস্য সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।  

বক্তব্য দিতে গিয়ে গুরুমা হিসেবে পরিচিত সীমা হিজড়ার অন্যায়-অত্যাচারের বর্ণনা দিতে গিয়ে অনেকেই কেঁদে ফেলেন এবং প্রশাসনের কাছে তাঁর বিচার দাবি করেন।  

নাটোরে সড়ক বাসা-বাড়িতে বেড়েই চলেছে হিজড়াদের চাঁদাবাজি

সড়ক ছেড়ে নানা অজুহাতে বাসাবাড়িতেও দাপট দেখাচ্ছেন তারা। অশ্রাব্য গালাগাল, নগ্ননৃত্য প্রদর্শন, ভাঙচুর চালানো, মারধরসহ নানা অপকর্মে মেতে উঠেছেন হিজড়ারা। নানা রকম ভয়ভীতি, সম্মানহানির হুমকি, বকাবাজি করে তুলছেন চাঁদা। টাকা দিতে না চাইলে সংঘবদ্ধ হয়ে মারধর করছেন। এমন পরিস্থিতি দেশব্যাপী। 

Thursday, December 9, 2021

Concern about inadequate World Bank CSO engagement on key policy processes

JusticeMakers Bangladesh,and BIHR amongst with other Civil society organisations write to express their continued concern and frustration with the lack of adequate and substantive World Bank engagement on key policy processes, such as the IDA20 replenishment and Development Policy Financing retrospective. These processes are decisive pillars of the World Bank’s development assistance and lending policies in the post Covid-19 recovery context. Their design and implementation have a lasting impact on recipient countries across the world and it is the role of civil society to ensure that these processes are delivered in the public interest.

Thursday, December 2, 2021

‘হিজড়া’ লৈঙ্গিক পরিচয় নয়, একটি অন্তর্ভুক্তিমূলক ধারণা

হিজড়া কিংবা ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর প্রতি বৈষম্য এবং তাঁদের বঞ্চনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা লেখাজোখা মাঝেমধ্যে আমরা পত্রিকায় দেখতে পাই। এ বিষয়ে আলোকপাত করে গত আগস্টের প্রথম ভাগে প্রথম আলোয় একাধিক প্রতিবেদন ছাপা হয়। এ ছাড়া ‘হিজড়া/ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা ও অধিকার’ শীর্ষক গোলটেবিল বৈঠককেন্দ্রিক ক্রোড়পত্র প্রকাশিত হয়েছে। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ‘সরকারি সেবায় প্রান্তিক জনগোষ্ঠীর অভিগম্যতা: জবাবদিহি-ব্যবস্থার বিশ্লেষণ’ শীর্ষক এক গবেষণার ফলাফল প্রকাশ করে, যেখানে হিজড়ারাও রয়েছেন।

Wednesday, December 1, 2021

LETTER to UNSG: United Nations Regional Human Rights Commission in Asia.

Mr. António Guterres
Secretary General
United Nations

Dear Secretary General Guterres,

As a recognized UN organization together with Asian organizations and individuals listed below, we are writing to ask that you do all you can to bring about a United Nations Regional Human Rights Commission in Asia.

Considering that Asia is so large and diverse, the continent poses considerable challenges for organizations and individuals within the region to develop a harmonised approach to prevalent human rights issues, collaborate together and coordinate any human rights issues.