Wednesday, June 20, 2018

সমকামী ব্যক্তির প্রতি বৈষম্য ও সহিংসতার প্রতিকার কি?

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত
লেসবিয়ান, গে, বাইসেক্সুয়াল ও ট্রান্সজেন্ডার ব্যক্তির (সমকামী-যৌনপ্রবৃত্তিগত সংখ্যালঘু) প্রতি সহিংসতা ও বৈষম্য শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে আজ নিত্য নৈমত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।  একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে যে, ২০১২ ইং সালে সারা বিশ্বে ২৬৫ জন সমকামী ব্যক্তি শুধুমাত্র তাদের যৌন প্রবৃত্তির কারণে হত্যার শিকার হয়েছে।  যা তার আগের বছরের চেয়ে ২০ ভাগ বেশী এবং সংখ্যাগরিষ্ঠ ইসলাম ধর্মাম্বলী জনসংখ্যা বিশিষ্ট রাষ্ট্রে সমকামি ব্যক্তির প্রতি নির্যাতন, বৈষম্য এবং হত্যার ঘটনা বেশী। 

Sunday, May 27, 2018

প্রেস বিজ্ঞপ্তিঃ মানবাধিকারকর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগে নওগাঁয় পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু!

পরষ্পর যোগসাজসে দূর্নীতিও ক্ষমতার অপব্যবহার করে মানবাধিকারকর্মী ও আইনজীবীকে মিথ্যা মামলায় জড়িত করার অভিযোগে নওগাঁ জেলার বদলগাছী থানার সাব ইন্সপেক্টর এসএম জোবায়ের হোসেনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আজ ২৭ মে ২০১৮ ইং তারিখে নওগাঁ জেলার সহকারী পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মতিয়ার রহমান অভিযোগকারী অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত এবং অভিযুক্ত এস আই এস এম জোবায়ের হোসেনের ও এ এস আই মোঃ মাহাবুর রহমানের বক্তব্য গ্রহণের মাধ্যমে তদন্ত কার্যক্রম শুরু করেন।

Saturday, May 19, 2018

প্রেস বিজ্ঞপ্তি: সমকামী ব্যক্তির সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠার সুপারিশ প্রত্যাখান করায় মানবাধিকার প্রতিষ্ঠানের উদ্বেগ প্রকাশ!

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ (ইউপিআর)ওয়ার্কিং গ্রুপের অধিবেশনে বাংলাদেশ সরকার সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতি প্রদান, দণ্ডবিধির ৩৭৭ ধারা বিলুপ্তি, সমকামীদের প্রতি নির্যাতন ও বৈষম্য প্রতিরোধে ব্যবস্থা গ্রহণসহ সমকামী ব্যক্তির অন্যান্য সাংবিধানিক ও আইনগত অধিকার প্রদান সংক্রান্ত সুপারিশ প্রত্যাখান করায় জাস্টিসমেকার্স বাংলাদেশ, বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর),লয়ার্স ফর লয়ার্স বাংলাদেশ এবং বৈচিত্র্য.বাংলা গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

Wednesday, April 25, 2018

জরুরী আবেদন: বাংলাদেশী সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও মাহবুব তনয় হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হোক!

প্রিয় সহকর্মী,
বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বৈচিত্র.বাংলা যৌথভাবে যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু/সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতির দাবীর আন্দোলনে বলিষ্ট ভুমিকা পালনকারী সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও মাহবুব তন্বয়কে মৌলবাদী জঙ্গি গোষ্টী কর্তৃক নির্মমভাবে হত্যার ঘটনা যথাযথ তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত গ্রেফতার করত ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আপনার জরুরী কার্যকর হস্তক্ষেপ কামনা করছে

Monday, April 23, 2018

ছেলে শিশুর সাথে যৌন সম্পর্ককে ধর্ষণ হিসাবে গন্য করা হোক!

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত
গত (১) ৩১ শে মার্চ ২০১৮ ইং তারিখে জনপ্রিয় অনলাইন পত্রিকা পূর্ব-পশ্চিমবিডি তে প্রকাশিত সংবাদ “সিলেটের জকিগঞ্জে ছাত্রকে বলাৎকার করে ভিডিও, বখাটে গ্রেফতার”, (২) ২০ মার্চ ২০১৮ ইং তারিখে বাংলার জমিন পত্রিকায় প্রকাশিত “নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জে মাদ্‌রাসা ছাত্রকে বলাৎকার”, (৩) ১২ ফেব্রুয়ারি ২০১৮ ইং তারিখে পূর্ব-পশ্চিমবিডিতে প্রকাশিত “মৌলভীবাজার জেলার কুলাউড়ায় ছাত্র বলাৎকার সুপারের অব্যাহতি”,

Wednesday, April 4, 2018

বাংলাদেশের পাবনায় কথিত সমকামী বিয়ে নিয়ে ব্যাপক আলোড়ন, শুরু হয়েছে পুলিশী তদন্ত

বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা পাবনায় ২৩ বছর বয়সী এক যুবকের সাথে ১৩ বছর বয়সী একটি বালকের কথিত বিয়েকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে।

পাবনার চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আহসান হাবিব বিবিসি বাংলাকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে ১৩ বছর বয়সী বালকটির পিতা থানায় একটি এজাহার দায়ের করেছেন।

Tuesday, April 3, 2018

চাটমোহরে দুই শিশুকে শিব-পার্বতী সাজিয়ে সমকামী বিয়ে


শামীম হাসান মিলন (পাবনা) : পাবনার চাটমোহরে সমকামী বিয়ে নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। সোমবার দিবাগত রাতে উপজেলার বোঁথর গ্রামের রাম সরকার তার ছেলে গগন সরকারের (২১) সাথে হিন্দু ধর্মীয় মতে বিয়ে দেন একই উপজেলার ফৈলজানা ইউনিয়নের কুয়াবাশী গ্রামের হাবিল উদ্দিনের ছেলে আলামিনের (১২)। মন্ডপ সাজিয়ে বিয়ে দেয়া হয় তাদের। এ সময় আলামিনের হাতে ছিল শাঁখা, মাথায় ছিল সিঁদুর, পড়নে ছিল ধুতি।

Sunday, April 1, 2018

বাংলাদেশী মানবাধিকারকর্মী, আইনজীবী ও ব্লগার অ্যাডভোকেট শাহানূর ইসলামের বিরুদ্ধে চলমান আইনী নির্যাতন বন্ধ কর

বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), লইয়ার্স ফর লইয়ার্স বাংলাদেশ এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ যৌথভাবে যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু/সমকামী ব্যক্তিদের সাংবিধানিক স্বীকৃতির দাবীর আন্দোলন সহ মানবাধিকারের চরম লংঘনের বিরুদ্ধে বলিষ্ট ভুমিকা রাখার কারণে মানবাধিকারকর্মী, আইনজীবী ও ব্লগার অ্যাডভোকেট শাহানূর ইসলামের বিরুদ্ধে চলমান আইনী নির্যাতন ও পুলিশই হয়রানী বন্ধ করে তার বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও নির্যাতনকারীদের বিরুদ্ধে যথাযথ তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে আপনার জরুরী ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছে।

Wednesday, March 7, 2018

Bangladesh: ENSURE THE PROTECTION OF HUMAN RIGHTS DEFENDER, LAWYER & BLOGGER MR. SHAHANUR ISLAM

BANGLADESH: Continuous legal harassment against Bangladeshi lawyer, human rights defender and blogger Mr. Shahanur Islam

Dear Friends,

Bangladesh Institute of Human Rights urges your prompt and urgent intervention on the continuous legal harassment against Bangladeshi lawyer, human rights defender and blogger Mr. Shahanur Islam, who is implicated with a false and fabricated criminal charge due to his constant battle against gross human rights violations as well as fighting to ensure constitutional recognition of LGBT rights in Bangladesh.

Tuesday, February 27, 2018

সমকামী ১০ বছরের শিশু আটক

গাজীপুরের টঙ্গীতে সমকামিতার অভিযোগে (১০) নামে এক শিশুকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার তাকে আটক করা হয়। আটক ওই শিশু টঙ্গীর একটি মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র। জানা গেছে, গত রোববার সকালে খেলার কথা বলে পাশ্ববর্তি বাড়ির শিশুকে (৪) নিজ ঘরে ডেকে নিয়ে যায় আটক। পরে শিশুটির চিৎকারে পার্শবর্তী ভাড়াটিয়ারা এগিয়ে এলে অভিযুক্ত শিশুকে পালিয়ে যায়। অন্য শিশুটিকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়। ঘটনাটি জানাজানি হলে সোমবার সকালে শিশুটির পিতা থানায় অভিযোগ দায়ের করেন।

টঙ্গী মডেল থানার (ওসি) মো. কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


মূল লিখা পড়তে ভিজিট করুনঃ সমকামী ১০ বছরের শিশু
============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.

Wednesday, November 15, 2017

সমকামী অধিকার কর্মীকে হত্যার হুমকি

সমকামীদের অধিকার আদায়ের কর্মী জুলহাস মান্নানের হত্যাকাণ্ডের দেড় বছরের মাথায় এসে সমকামীদের আরেক কর্মীকে হত্যার হুমকি দিয়েছে সন্দেহভাজন জঙ্গি গোষ্ঠীর সদস্যরা।

Wednesday, November 8, 2017

চিকিৎসার মাধ্যমে কি একজন সমকামী ব্যক্তিকে বিষমকামী ব্যক্তিতে পরিবর্তন করা যায়?

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত
দেশের উত্তরাঞ্চলের বিভাগীয় শহর রংপুরের সদ্য কৈশোর পেরিয়ে আসা ১৮ বছর বয়সী সাদমান ইমাম দেশের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হাসি খুশিতে ভড়া এক প্রাণবন্ত তরুন। শারীরিকভাবে পুরুষ মানুষের বৈশিষ্ট্য বহন করলেও মানসিকভাবে যে কিনা মেয়ে মানুষকে ধারণ করে। শিশুকাল থেকে তাঁর ছেলেদের চেয়ে মেয়েদের সাথে বেশি মিশতে ইচ্ছে করে। তাঁর প্রতিবেশি ছেলে বন্ধুরা যখন বাড়ির বাহিরে ছুটাছুটি খেলাধুলায় মত্ত্ব, তখন সে তাঁর প্রতিবেশি মেয়েশিশুদের সাথে তথাকথিত পুতুলের বিয়ে খেলা নিয়ে ব্যস্ত।

Tuesday, October 31, 2017

ভিন্ন মতাদর্শমুলক লিখার প্রতিবাদ যুক্তি নির্ভর লিখনি দিয়েই হোক, হত্যার হুমকি দিয়ে নয়!

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত
স্রোতের বিপরীতে আর কোন লিখা লিখব না বলে প্রতিজ্ঞা করতে করতে প্রতিদিন ঘুমিয়ে পড়ি। কিন্তু পারি না সে প্রতিজ্ঞা রক্ষা করতে। সকালে ঘুম থেকে উঠেই সে প্রতিজ্ঞা ভুলে যাই। যখন চোখের সামনে স্রোতের বিপরীতের কোন না কোন বিষয় ভেসে উঠে। ফলে সকল প্রতিজ্ঞা ভঙ্গ করে আবারো সে বিষয়ে লিখতে চেষ্টা করি। ফেসবুক অথবা ব্লগ পোষ্টের মাধ্যমে তা আবার জন সম্মূখে প্রকাশ করি। আর দুরু দুরু বুকে অবলোকন করতে থাকি পাঠকের প্রতিক্রিয়া। অধিকাংশ ক্ষেত্রে পাঠকের প্রতিক্রিয়া দেখে অবাক হয়ে যাই।

Sunday, October 15, 2017

সমকামী সাজ্জাদের মৃর্ত্যুর জন্য দায়ী কে?

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত
সাজ্জাদ হোসেন, দেশের দক্ষিণাঞ্চলের এক বিভাগীয় শহরের সদ্য কলেজ পাশ করা এক সদা হাস্যময়ী সমকামী তরুন, যে কিনা কিছুদিন আগে পরিবারের চাপে বিয়ে করে বাসর রাতেই আত্বহত্যা করেছে শুধু সাজ্জাদ নয় এরকম অহরহ সমকামী ছেলে মেয়ে পরিবার, সমাজ আর রাষ্ট্রের চাপে সমকামী হওয়া সত্ত্বেও বিপরীত লিঙ্গের ছেলে মেয়েকে বিবাহ করতে বাধ্য হচ্ছে যাদের মধ্যে অনেকেই আত্বহত্যা করে

Thursday, October 5, 2017

জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে সমকামীদের মৃর্ত্যুদন্ডের পক্ষে বাংলাদেশ ভোট দেয়ায় জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন!

গত ২৯ সেপ্টেম্বর ২০১৭ খ্রীষ্টাব্দে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে গৃহিত সমকামীদের মৃর্ত্যুদন্ড বিলোপ সংক্রান্ত প্রস্তাবের বিপক্ষে অর্থাৎ সমকামিদের মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে বাংলাদেশ ভোট দেওয়ায় জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন! জাস্টিসমেকার্স বাংলাদেশ এর মহাসচিব অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত সমকামিদের মৃত্যুদণ্ড দেওয়ার পক্ষে বাংলাদেশ সরকারের ভোট দেয়ার মত এমন নেতিবাচক কর্মকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

Tuesday, May 23, 2017

সিলেটে হিজড়াদের হাতে লাঞ্ছিত হলেন 'গুরু মা'

সিলেটের হিজড়াদের হাতে লাঞ্ছিত হয়েছেন 'গুরু মা' হিসেবে খ্যাত এক হিজড়া সরদার। বহুল আলোচিত এই 'গুরু মা' খ্যাত হিজড়াকে লাঞ্ছিত করেছেন স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করা হিজড়ারা।


আজ মঙ্গলবার সিলেটের মির্জা জাঙ্গাল এলাকায় একটি সেমিনারে অংশ নিতে অটো রিকশা যোগে ঘটনাস্থলে আসেন 'গুরু মা' । পরে তাকে অটোরিকশা থেকে নামিয়ে ব্যাপক লাঞ্ছিত করেন অন্য হিজড়ারা। এমন পরিস্থিতি থেকে গুরু মাকে উদ্ধার করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট কোতোয়ালী থানার সহকারি কমিশনার গোলাম দস্তগীর।

Saturday, May 20, 2017

আনন্দ উৎসব থেকে সমকামী যুবক গ্রেফতার: মানবাধিকারে ওপর চপেটাঘাত!

গত ১৮ মে ২০১৭ ইং তারিখ দিবাগত রাতে ঢাকার কেরানীগঞ্জের একটি কমিউনিটি সেণ্টারে অনুষ্ঠিত আনন্দ সমাবেশ/উৎসব থেকে ২৭ জন সমকামী যুবক গ্রেফতারের ঘটনায় যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু সমকামী সম্প্রদায় আজ বড় বেশী উদ্বিগ্ন। যদিও কৌশলে আইনশৃংখলা বাহিনী তাদের দণ্ডবিধির ৩৭৭