Thursday, October 10, 2024
STATEMENT: World Day Against Death Penalty 2024 – JMBF Firmly Calls for the Abolition of Death Penalty in Bangladesh
Wednesday, October 25, 2023
Statement: JMBF Once Again Calls for Removal of Death Penalty Provision in Ansar Battalion Act, 2023
Tuesday, September 5, 2023
Statement: JMBF Expresses Grave Concerns over the Inclusion of the Death Penalty in Ansar Battalion Act, 2023
Monday, October 10, 2022
মৃত্যুদণ্ড অপরাধ নির্মুলে কতটা কার্যকর?
অ্যাডভোকেট
শাহানূর ইসলাম সৈকত
যদিও এখন বিশ্বের অধিকাংশ রাষ্ট্র মৃর্ত্যুদণ্ডের মত নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি বিলোপের পক্ষে তারপরও বাংলাদেশ সহ বিশ্বের ৪২টি দেশে এখনো মৃর্ত্যুদণ্ড প্রদান করা হয়ে থাকে। যদিও তাদের মধ্যে ৮টি দেশে সাধারণ কোন অপরাধের জন্য নয় বিশেষ প্রকৃতির গুরুত্বরও ঘৃণিত অপরাধের জন্য মৃর্ত্যুদণ্ড প্রদান করা হয়ে থাকে। অন্যদিকে বিশ্বের প্রায় ৮০% অর্থাৎ১৫৫টি রাষ্ট্র আইনগত ভাবে মৃর্ত্যুদণ্ড সম্পূর্ণরূপে বাতিল করেছে বা বাস্তবিকভাবে মৃর্ত্যুদণ্ড কার্যকর করার উপর স্থগিতাদেশ প্রদান করেছে।
BIHR and JusticeMakers Bangladesh strongly urge to Bangladesh Government to repeal the provision of death penalty in the existing law.
বাংলাদেশে প্রচলিত আইনে মৃর্ত্যুদণ্ডের বিধান সম্বলিত ধারাসমূহ রদ ও রহিত করার জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ।
জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বি আই এইচ আর এর মহাসচিব প্রখ্যাত মানবাধিকার আইনজীবী অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত মৃর্ত্যুদণ্ডের মত নিষ্ঠুর,অমানবিক ও অবমাননাকর শাস্তি প্রদান হতে বিরত থেকে গুরুত্বর অপরাধের ক্ষেত্রে যাবজ্জীবন শাস্তি প্রদানের আহবান জানিয়েছে।