On March 25, 2024, Saidul Islam Nayan (26) committed suicide by hanging himself in Darra village of Nabinagar upazila, Brahmanbaria. Nayan was the eldest of three sons of Md. Shariful Islam and Nargis Akhtar from Darra village in the Rasullabad union. It is known that he had been in Saudi Arabia for a long time.
According to family sources, although Nayan was biologically male, his behavior was akin to that of the third gender. Hijras are often ridiculed by locals for their affinity and feminine nature. Locals believe that he may have committed suicide due to social bullying and the inferiority complex associated with being a hijra. The Acting Police Inspector (OC) of Nabinagar Police Station stated that more details will be provided after the investigation.
নবীনগরে মানসিক চাপে তৃতীয় লিঙ্গের আত্মহত্যা!
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নের দাররা গ্রামে গলায় ফাঁস লাগিয়ে সাইদুল ইসলাম নয়ন (২৬) নামে তৃতীয় লিঙ্গের (হিজরা) একজন তরুণের আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে।
নিহত নয়ন দাররা গ্রামের মো: শরীফুল ইসলাম ও নার্গিস আক্তারের তিন (০৩) ছেলের মধ্যে বড় ছিলেন। তিনি দীর্ঘ দিন সৌদি আরবে ছিলেন বলে জানা যায়।
পারিবারিক সূত্রে জানা যায়, নয়ন ছেলে হলেও তার চাল-চলন ছিলো তৃতীয় লিঙ্গের মত! হিজরাদের সাথে সখ্যতা ও মেয়েলি স্বভাবের কারণে স্থানীরা উপহাস করতো বলে জানা যায়। স্থানিয়দের ধারনা করছেন, হিজরা হওয়ার কারনে সোশ্যাল বুলিং ও হীনমন্যতায় মানসিক চাপে ভোগে সে আত্মহত্যা করতে পারে। নবীনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) জানান, তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।
No comments:
Post a Comment