Sunday, December 31, 2023

প্রেস বিবৃতি: বিএসএফ কর্তৃক ডিসেম্বরে ০৬ বাংলাদেশী হত্যা, ০৪ জন আহত এবং ০৭ জন স্বেচ্ছাচারী আটকের ঘটনায় জেএমবিএফ এর গভীর উদবেগ ও প্রতিবাদ!

প্যারিস, ফ্রান্স; ৩১ ডিসেম্বর ২০২৩ গত এক মাসে (ডিসেম্বর )বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)কর্তৃক গুলি করে ০৬ বাংলাদেশী নাগরিক হত্যা, ০৪ জন আহত,এবং ৭জন স্বেচ্ছাচারী আটকের ঘটনায় ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)গভীর উদ্বেগ ও প্রতিবাদ জানিয়েছে।

পাশাপাশি, সীমান্তে বিএসএফ কর্তৃক গুলি করে নিরস্ত্র বাংলাদেশী নাগরিক হত্যার ঘটনা আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরম লঙ্ঘন মর্মে বিএসএফ সদস্যদের দায়িত্ব পালনে আন্তর্জাতিক আইন মেনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনেড় আহ্বান জানিয়েছে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার প্রতিষ্ঠানটি।

ডিসেম্বর মাসে বাংলাদেশে প্রকাশিত বিভিন্ন পত্রিকার খবরে জেএমবিএফ জানতে পারে যে, গত ২৯ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় সিলেটের বিছানাকান্দি সীমান্তে রুস্তুমপুর ইউনিয়নের দক্ষিণ বগাইয়া গ্রামের রুসন মিয়ার ছেলে কাওছার আহমদ (২৬) নামে এক বাংলাদেশি যুবকে, গত ১৬ ডিসেম্বর গভীর রাতে চুয়াডাঙ্গার বারাদি সীমান্তে ভারতের অভ্যন্তরে দর্শনা থানার ছয়ঘড়িয়া বেকা রাস্তাপাড়া এলাকার বাসিন্দা মো. হায়দার আলীর ছেলে মো. সাজেদুর রহমান (২৭) ও মো. শরীয়তউল্লাহর ছেলে মো. খাজা মইনুদ্দীন (৩০) নামক দুই গরু ব্যবসায়ীকে,গত ০৩ ডিসেম্বর দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ডাবরী সীমান্তে গেরুয়াডাঙ্গী গ্রামের আবদুল বাসেদের ছেলে জহুরুল ইসলাম (২৭) ও নজরুল ইসলামের ছেলে মো. মকলেছ (২৮)কে,গত ০২ ডিসেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জের রাধানগর ইউনিয়নের রোকনপুর সীমান্তে পার্বতীপুর ইউনিয়নের নিমইল গ্রামের আবুল কালাম আজাদের ছেলে রোজিবুল ইসলাম ওরফে রজন (৩০) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বি এস এফ) গুলি করে হত্যা করে।

গত ১৫ ডিসেম্বর ভোররাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গোতামারী সীমান্তে টংভাঙ্গা ইউনিয়নের গেন্দুকুড়ি গ্রামের সুজন,গত ০৩ ডিসেম্বর দিবাগত রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার রত্নাই সীমান্ত এলাকায় আমজানখোর ইউনিয়নের বারোসা গ্রামের দুলু মোহাম্মদের ছেলে ইদ্রিশ আলী (৩০), গত ০২ ডিসেম্বর দিবাগত রাতে পঞ্চগড়ের বোদা উপজেলায় বড়শশী ইউনিয়নের নুরপাড়া সীমান্তে উক্ত গ্রামের হামিদুল ইসলামের ছেলে হাবিবুর রহমান ওরফে ছুটু (৩২) কে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) গুলি করে আহত করে। এবং ০৫ ডিসেম্বর দুপুরে লালমনিরহাটের হাতীবান্ধায় সিংগীমারী ইউনিয়নের পকেট নামক সীমান্তে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) অনুপ্রবেশ করে উক্ত গ্রামের মৃত ছকদ্দিরের স্ত্রী জোহরা বেগম নামের এক বৃদ্ধাকে মারধর ও তাঁর বাড়িঘর ভাঙচুর করে।

২৭ ডিসেম্বর বিকেলে বাগেরহাটের সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের মান্দারবাড়িয়া সংলগ্ন বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ট্রলারসহ ইলিয়াস হোসেন, জেলে মো. ইছা, আবুল হোসেন, মানিক মিয়া, রাসেল মিয়া ও রাজু মিয়া নামক জেলেদের এবং গত ১৩ ডিসেম্বর রাত ৯টায় লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বাড়াইপাড়া সীমান্ত এলাকা থেকে টংভাঙ্গা গ্রামের রমজান আলী কবিরাজের ছেলে খালেক মাহমুদ শান্ত (১৮) নামে এক বাংলাদেশি কলেজছাত্রকে ভারতীয় সিমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) স্বেচ্ছাচারীভাবে আটক করে নিয়ে যায়।

জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)এর প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট অ্যাডভোকেট শাহানূর ইসলাম বিএসএফ কর্তৃক সীমান্তে ডিসেম্বর মাসে গুলি করে ৬জন বাংলাদেশী নাগরিক হত্যা,৪জনকে আহত করা ও ৭জন বাংলাদেশে জেলে ও ছাত্রকে স্বেচ্ছাচারী আটকের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সীমান্তে নির্বিচারে গুলি বর্ষন, নির্যাতন ও স্বেচ্ছাচারী আটক করা থেকে বিরত থাকতে বিএসএফ এর প্রতি আহ্বান জানিয়েছেন।

পাশাপাশি, গত একমাসে সংঘটিত সীমান্ত সহিংসতার ঘটনাগুলোসহ অতীতে ভারত বাংলাদেশ সীমান্তে সংঘটিত সহিংসতার প্রতিটি ঘটনা গুরুত্বসহকারে আমলে নিয়ে যথাযথ তদন্তপূর্বক অভিযুক্ত বিএসএফ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য ভারতীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন অ্যাডভোকেট শাহানূর ইসলাম।

বিএসএফ প্রচলিত আন্তর্জাতিক আইনের প্রতি শ্র্বদ্ধাশীল না হয়ে প্রতিনিয়ত ভাবত বাংলাদেশ সীমান্তে গুলি করে বাংলাদেশী নাগরিকদের হত্যা, আহত ও স্বেচ্ছাচারী আটকের ঘটনা ঘটিয়ে চলেছে, যা এই একাবিংশ্ব শতাবদ্ধীতে কোনভাবে গ্রহণ যোগ্য নয়। তাই বিএসএফকে অবিলম্বে বাংলাদেশ ভারত গুলি করে হত্যা, আহত, নির্যাতন, স্বেচ্ছাচারী আটক সহ সকলকার মানবাধিকার লংঘনজনিত ঘটনা বন্ধ করার আহ্বান জানিয়েছেন অ্যাডভোকেট শাহানূর ইসলাম।


শুভেচ্ছাসহ-


অ্যাডভোকেট শাহানূর ইসলাম
প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)
মোবাইল/হোয়াটসআপঃ +৩৩৭৮৩৯৫২৩১৫


============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger from Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.

No comments:

Post a Comment