Friday, July 21, 2023

PRESS STATEMENT:JusticeMakers Bangladesh in France (JMBF) Condemns the Tragic Demise of Bangladeshi Lawyer Lutful Kabir

[Paris, France: 21st July 2023]
JusticeMakers Bangladesh in France (JMBF) strongly condemns the untimely and tragic demise of lawyer Mr. Lutful Kabir Nowroz, whose lifeless body was found in a pond in Khulna's Batiaghata upazila on Sunday evening, 16th July 2023.

Lutful Kabir Nowroz, 58, served as the Public Prosecutor (PP) of the Anti-Corruption Special Tribunal in Khulna, southern Bangladesh, dedicating his life to upholding justice and fighting against corruption. His sudden disappearance and subsequent discovery in the pond have shocked the entire legal community and brought immense sorrow to all those who knew and worked with him.

Advocate Shahanur Islam, the Founder President of JusticeMakers Bangladesh in France (JMBF), as well as a prominent human rights defender and lawyer from Bangladesh, is aggrieved by the murder of lawyer Nowroz and expresses his heartfelt condolences to the family, friends, and colleagues of him. "We stand in solidarity with them during this difficult time and offer our support in any way possible," Advocate Shahanur Islam stated.

While the circumstances surrounding Lutful Kabir Nowroz's death remain under investigation, JMBF calls upon the authorities to conduct a thorough and impartial inquiry to determine the cause of this tragic incident. JMBF also urges the relevant authorities to leave no stone unturned in their efforts to unveil the truth and bring those responsible to justice, ensuring that no individual involved in this appalling act goes unpunished.

As an organization committed to justice, human rights, and the rule of law, JusticeMakers Bangladesh in France (JMBF) firmly believes that the legal community plays a pivotal role in upholding justice and safeguarding the rights of all individuals. The loss of such a dedicated and principled legal professional is a devastating blow to the pursuit of justice in Bangladesh.

JMBF calls upon the legal fraternity, civil society, and all stakeholders to unite in solidarity and support during this trying time.

JusticeMakers Bangladesh in France (JMBF) is committed to monitoring the developments in this case closely and will extend its cooperation to the authorities as they seek to bring clarity and resolution to this heartbreaking incident.


Best Regards,


Advocate Shahanur Islam
Founder President
JusticeMakers Bangladesh in France (JMBF)
Cell/WhatsUp/Signal: +33 (0)7 83 95 23 15


প্রেস বিবৃতি

জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) এর বাংলাদেশি আইনজীবী লুৎফুল কবির নওরোজের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ।

প্যারিস, ফ্রান্স, ২১শে জুলাই ২০২৩: জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) খুলনায় দুদক আইনজীবী জনাব লুৎফুল কবির নওরোজের অকাল ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় গভীর ক্ষোভ ও তীব্র নিন্দা জানিয়েছে। গত ১৬ জুলাই ২০২৩ রবিবার সন্ধ্যায় আইজীবি নওরোজের নিষ্প্রাণ দেহ খুলনার বটিয়াঘাটা উপজেলার একটি পুকুরে পাওয়া যায়।

অ্যাডভোকেট লুৎফুল কবির নওরোজ (৫৮) বাংলাদেশের দক্ষিণাঞ্চল খুলনায় দুর্নীতি দমন বিশেষ ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি ন্যায়বিচার সমুন্নত রাখতে এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে তার জীবন উৎসর্গ করেছেন। ৩/৪ দিন যাবত নিখোঁজ থাকার পর খুলনার বটিয়াঘাটা উপজেলার নদি সংলগ্ন একটি পুকুরে শরীরের আঘাতের চিহ্ন সম্বলিত তাঁর মৃত দেহ উদ্ধারের ঘটনা সমগ্র আইনঅজীবী সম্প্রদায়কে হতবাক করেছে।

জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশের বিশিষ্ট মানবাধিকার কর্মী ও আইনজীবী অ্যাডভোকেট শাহানুর ইসলাম আইনজীবী নওরোজ হত্যার ঘটনার গভীরভাবে শোকাহত এবং তার পরিবার, বন্ধুবান্ধব এবং সহকর্মীদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন। একই সাথে তিনি আইনজীবী নওরোজ হত্যার সাথে জড়িত অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করে বিচারে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের আহ্বান জানিয়েছেন।

জেএমবিএফ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এই মর্মান্তিক ঘটনার কারণ নির্ণয় ও দায়ী ব্যক্তিদের চিহ্নিত করার জন্য একটি পুঙ্খানুপুঙ্খ ও নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানিয়েছে। জেএমবিএফ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ঘটনার সত্যতা উন্মোচন এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার জন্য তাদের সর্বোচ্চ প্রচেষ্টায় যেন কোন ঘাটতি না থাকে সেই আহ্বান জানিয়েছে। পাশাপাশি, এই ভয়ঙ্কর ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে অবিলম্বে চিহ্নিতপূর্বক গ্রেফতার করে উম্মুক্ত আদালতে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের উদাত্ত্ব আহ্বান জানিয়েছে জেএমবিএফ।

আইনজীবী সম্প্রদায় ন্যায়বিচার সমুন্নত রাখতে ও সকল ব্যক্তির অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করে থাকে এবং আইনজীবী লুতফর রহমানের মত একজন নিবেদিতপ্রাণ আইনজীবীকে হারানো বাংলাদেশের ন্যায়বিচারের জন্য এক বিধ্বংসী আঘাত বলে ন্যায়বিচার, মানবাধিকার এবং আইনের শাসন প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ অলাভজনক প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) দৃঢ়ভাবে বিশ্বাস করে।

জেএমবিএফ আইনজীবী সম্প্রদায়, সুশীল সমাজ এবং সকল অংশীজনকে এই কঠিন সময়ে সংহতি ও সমর্থনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে।

জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ) আইনজীবী লুতফর কবিরের মৃর্ত্যুর ঘটনা ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করতে প্রতিশ্রুতিবদ্ধ । পাশাপাশি, এই হৃদয়বিদারক ঘটনার দায়ীদের চিহ্নিতপূর্বক গ্রেফতার করে বিচারে দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানে কর্তৃপক্ষকে যেকোন প্রকার সহযোগিতার হাত বাড়াতে সদা প্রস্তুত থাকবে।


শুভেচ্ছাসহ-


অ্যাডভোকেট শাহানূর ইসলাম
প্রতিষ্ঠাতা সভাপতি
জাস্টিসমেকার্স বাংলাদেশ ইন ফ্রান্স (জেএমবিএফ)
মোবাইল/হোয়াটসআপ/সিগন্যালঃ +৩৩ (০)৭ ৮৩ ৯৫ ২৩ ১৫
ইমেইলঃ saikotbihr@gmail.com, ব্লগ: www.shahanur.blogspot.com

============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.

No comments:

Post a Comment