Bangladeshi human rights organization JusticeMakers Bangladesh has congratulated and wished the transgender woman Payal Khatun for being elected as a female member in Kanchanpur Union Parishad (UP) of Sadar Upazila of Kushtia district of Bangladesh.
According to the news published by Voice of America's Bengali section online on November 4, 2022, Payal Khatun, a transgender woman elected as a member of the Union Parishad in Kushtia district of Bangladesh and she is the first elected public representative of the third gender in Kushtia district.
Payal was
elected as UP Member by getting 1,623 votes. Payal Khatun is son of Liaquat Ali
of Belgharia village of Kanchanpur Union.
According
to the locals, Payal was a man before. Payal went to Kolkata around 2010-11 and
changed her gender when suddenly there was a change in Payal's body. When she
was a man her name was Helal. Payal's leadership qualities have been around for
a long time. Always stand for people in danger. Due to which she has incredible
popularity in the area. As a result, she won the election.
When
asked about his reaction to winning the election, Payal Khatun said that she is
grateful to those who voted for her. She said that as a representative of the
people, she will always try to be by the side of the people of the area.
She also
said, "Besides trying my best to develop the area, I will try my best to
improve the quality of life of women who are backward in the society. And, the
common people will always try to uphold the dignity of that faith with which
they voted for me."
The newly
elected chairman of Kanchanpur Union Parishad Anichur Rahman said,
"Undoubtedly her victory is a positive event. Since she has been elected
as a public representative, she will always be supported by the council as
chairman.”
Founder
Secretary General of JusticeMakers Bangladesh and prominent lawyer and gay
rights activist Advocate Shahanur Islam has expressed his heartfelt
congratulations and best wishes her for being elected as members of the transgender
woman in Union Parishad.
Advocate
Shahanur Islam thinks that being elected as a member of the union council as a
sexual minority is positive and encouraging for the backward sections of the
society.
Advocate
Shahanur Islam believes that through this victory, it is a victory against all discrimination,
neglect, torture in family, society and state and inclusion in the mainstream
of the society to the socially excluded transgender people in Bangladesh.
Advocate
Shahnur Islam also said that last year, Nazrul Islam, a transgender woman, was
elected as the chairman of Trilochanpur Union of Kaliganj in Jhenaidah
district, moreover, in January this year, Shampa Khatun Popi, a transgender
woman, was elected as a member in Fulhari Union in Shailkupa Upazila of
Jhenaidah which are shining example in the Bangladesh. If the get equal
opportunities as well as level playing field, transgender women can lead and
play an important role in the development of Bangladesh.
Finally, Advocate
Shahanur Islam urges to end the widespread discrimination against the people of
the homosexual community subjected in their family, society, workplace and the
state. He also urges to enact the homosexual minority people protection act recognising them in constitution as well as repeal the section 377 of penal code, which criminalise the same sex activities in Bangladesh.
গত ৪নভেম্বর ২০২২ তারিখে ভয়েস অব আমেরিকা এর বাংলা বিভাগের অনলাইন মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী জানা যায় যে, বাংলাদেশের কুষ্টিয়া জেলায় নির্বাচিত ইউপি সদস্য যৌন সংখ্যালঘু রূপান্তরকামী নারী পায়েল খাতুন কুষ্টিয়া জেলায় তৃতীয় লিঙ্গের প্রথম নির্বাচিত জন প্রতিনিধি।
পায়েল এক হাজার ৬২৩ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। পায়েল খাতুন কাঞ্চনপুর ইউনিয়নের বেলঘড়িয়া গ্রামের মো. লিয়াকত আলীর সন্তান।
এলাকাবাসী জানায়,পায়েল আগে পুরুষ ছিলেন। হঠাৎ করেই পায়েলের শরীরে পরিবর্তন দেখা দিলে ২০১০-১১ সালের দিকে কলকাতায় গিয়ে লিঙ্গ পরিবর্তন করেন পায়েল। পুরুষ থাকা কালীন তার নাম ছিল হেলাল। পায়েলের নেতৃত্ব প্রদানের গুণাবলী অনেক আগে থেকেই। সব সময় মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়ান। যে কারণে এলাকায় তার অসম্ভব জনপ্রিয়তা রয়েছে। ফলস্বরুপ নির্বাচনে জয়লাভ করেন তিনি।
নির্বাচনে বিজয়ী হওয়ার প্রতিক্রিয়া জানতে চাইলে পায়েল খাতুন বলেন, যারা তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। একজন জনপ্রতিনিধি হিসেবে সুখে-দুঃখে সব সময় এলাকাবাসীর পাশে থাকার চেষ্টা করবেন বলে জানান তিনি।
তিনি আরও বলেন, “এলাকার উন্নয়নে যথাসাধ্য চেষ্টার পাশাপাশি, সমাজের পিছিয়ে পড়া নারীদের জীবন-যাত্রার মানউন্নয়নে যথাসাধ্য চেষ্টা করবো। আর, সাধারণ মানুষ যে বিশ্বাস নিয়ে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের সেই বিশ্বাসের মর্যাদা রাখার চেষ্টা থাকবে সবসময়।”
কাঞ্চনপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আনিছুর রহমান বলেন, “নিঃসন্দেহে তার বিজয় একটি ইতিবাচক ঘটনা। যেহেতু তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন, চেয়ারম্যান হিসেবে পরিষদের পক্ষ থেকে সব সময় তাকে সহযোগিতা করা হবে।”
জাস্টিসমেকার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মহাসচিব এবং বিশিষ্ট আইনজীবী ও সমকামী অধিকারকর্মী অ্যাডভোকেট শাহানুর ইসলাম সৈকত শুধুমাত্র যৌন সংখ্যালঘু রূপান্তরকামী নারী ইউনিয়ন পরিষদে সংরক্ষিত নারী সদস্য নির্যাচিত হওয়ায় অন্তরস্থল থেকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।
যৌন সংখ্যালঘু রূপান্তরিত নারী ইউনিয়ন পরিষদে সদস্য নির্বাচিত হওয়া সমাজের পচ্ছাদপদ জন্নগোষ্ঠীর জন্য ইতিবাচক ও উৎসাহ বাঞ্জক বলে আডভোকেট শাহানূর ইসলাম মনে করেন।
এই বিজয়ের মাধ্যমে যৌন সংখ্যালঘু রূপান্তরকামী নারীদের বিরুদ্ধে সংঘটিত পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় সকল বৈষম্য, অবহেলা, নির্যাতনের বিরুদ্ধে বিজয় ও সমাজের মূল ধারায় অন্তর্ভূক্তির সুচনা বলেই আডভোকেট শাহানূর ইসলাম মনে করেন।
অ্যাডভোকেট শাহনূর ইসলাম সৈকত আরো বলেন গত বছর ঝিনাইদহ জেলায় কালীগঞ্জের ছয় নম্বর ত্রিলোচনপুর ইউনিয়নে যৌন সংখ্যালঘু রূপান্তরকামী নারী নজরুল ইসলাম ঋতু চেয়ারম্যান নির্বাচিত হয়েছে, তাছাড়া, এ বছর জানুয়ারীতে ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ফুলহরি ইউনিয়নে যৌন সংখ্যালঘু রূপান্তরকামী নারী শম্পা খাতুন পপি সংরক্ষিত নারী সদস্য পদে নির্বাচতিত হওয়ার ঘটনা সম সুযোগ পেলে যে, যৌন সংখ্যালঘু রূপান্তরকামী নারীরা বাংলাদেশের উন্নয়নে নেতৃত্ব ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তার উজ্জ্বল দৃষ্টান্ত।
পরিশেষে, পরিবার, সমাজ, কর্মক্ষেত্র ও রাষ্ট্রীয়ভাবে যৌন সংখ্যালঘু রূপান্তরকামী নারী সহ সমকামী সম্প্রদায়ের ব্যক্তিদের প্রতি প্রতিনিয়ত ব্যপকভাবে চলমান বৈষম্যসহ বিভিন্ন ধরণের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ করে তাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান পূর্বক দন্ডবিদির ৩৭৭ ধারা বাতিল করে তাদের সুরক্ষা প্রদানের জন্য সমকামী সুরক্ষা আইন প্রণয়নের জোড় দাবী জানিয়েছেন অ্যাডভোকেট শাহানুর ইসলাম সৈকত।
No comments:
Post a Comment