Saturday, September 3, 2022

গাজীপুরে বাদির আইনজীবীর উপর সাময়িক বহিস্কৃত মেয়রের আইনজীবীর হামলা

গাজীপুরে আদালত প্রাঙ্গনে এক মামলার বিবাদী ও বিবাদী পক্ষের আইজীবীর বিরুদ্ধে বাদি ও বাদি পক্ষের আইনজীবীকে হামলার অভিযোগ পাওয়া গেছে।গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ভিক্টিমরা সোমবার ঘটনার তদন্ত উপযুক্ত বিচার চেয়ে গাজীপুর আইনজীবী সমিতি ও সদর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশ সম্পর্কে কটূক্তি সংক্রান্ত একটি অডিও এবং ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পরে গাজীপুর সিটির সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে দল থেকে বহিস্কার ও মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ নিয়ে কটুক্তি করার পর শাহ সুলতান আতিক গত বছরের ২৮ নভেম্বর গাজীপুর আদালতে মামলা (নং (সিআর—১২১০/২১) দায়ের করেন।

সোমবার (২৯ আগস্ট) ছিল ওই মামলার ধার্য তারিখ। এদিন মামলার বাদি আতিক ও বাদির আইনজীবী মো. নুরনবী সরদার আদালতে ওই মামলার প্রতিবেদন জমা দিতে পুলিশ বিলম্ব করছে এমন অভিযোগ করেন বিচারকের কাছে। অপর দিকে বিবাদী পক্ষের আইনজীবী সাবেক সাধারণ সম্পাদক মো. জাকির উদ্দিনসহ তার কয়েক সহকর্মী মেয়রের মামলার শুনানীতে অংশ নিয়ে মামলাটি খারিজ চান। শুনানির পরে বিবাদী ও তার আইজীবীসহ ৮/১০ জন লোক বাদী আতিক ও তার আইনজীবী নূরন্নবী সরদারকে ভয়ভীতি দেখান এবং তাদের ধাক্কাতে ধাক্কাতে আদালতের বারান্দায় নিয়ে যান। এক পর্যায়ে তারা সেখানে ভিক্টিমদের কিল—ঘুষি মেরে নিলাফুলা জখম করেন। খবর পেয়ে সংবাদকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হলে হামলাকারীরা পালিয়ে যান। পরে আহত শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন।

এ ব্যাপারে গাজীপুর আইনজীবী সমিতির সাবেক সম্পাদক জাকির উদ্দিন ওই হামলার কথা অস্বীকার করেছেন।

সোমবারের ঘটনায় ভিক্টিমরা জাহাঙ্গীর আলমকে হুকুমের আসামিসহ দুই জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৮—১০ জনের বিরুদ্ধে সদর থানায় এবং গাজীপুর আইনজীবী সমিতি বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

মারধরে ঘটনায় অভিযোগ দায়েরের সত্যতা স্বীকার করে সদর থানার ওসি মো. রফিকুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.

No comments:

Post a Comment