রিবহনের চাঁদাবাজির অভিযোগে চার হিজড়াকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ উত্তরা পশ্চিম থানা। শনিবার (৩ সেপ্টেম্বর) উত্তরা ৭ নম্বর সেক্টরের বিএনএস টাওয়ারের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মৌসুমী (৩২), অনিকা (২৯), তুলি (২৪) ও দুলী (২৫)।
উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন গণমাধ্যমকে বলেন, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এ এলাকায় বিভিন্ন যানবাহনে চাঁদাবাজি করতো। চাঁদা না দিলে তারা আপত্তিকর আচরণ করতো।
তিনি আরও বলেন, তারা আজ উত্তরা পশ্চিম থানার ৭ নম্বর সেক্টরের বি এন এস টাওয়ারের সামনে এনা পরিবহনের ম্যানেজার জিয়াউল হকের কাছে ২ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে যাত্রীদের সঙ্গে অশোভন আচরণ শুরু করে। পরে ম্যানেজার জিয়ার পকেট থেকে ১০১০ টাকা নিয়ে যায়। আরও ৪৯০ টাকার জন্য কাউন্টারের সামনে চেঁচামেচি করতে থাকে। এই ঘটনাটি পুলিশকে অবহিত করলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার জনকে গ্রেপ্তার করে।
No comments:
Post a Comment