Monday, June 20, 2022

JusticeMakers Bangladesh is deeply concern over the killing of transman in Bogura

JusticeMakers has expressed it’s gravely concern over the killing of transgender man in Shibganj Upazila under Bogura district. At the same time, JusticeMakers Bangladesh urges to the government of Bangladesh to arrest all the culprits who were involved with the brutal murder of transgender man and bring the culprits before the book after quick and impartial investigation.

According to the news published on daily-bangladesh.com online version on 19 June 2022, the body of a transgender person named Mukul has been recovered in Shibganj Upazila of Bogura. He has injury marks on his neck.

Thursday, June 9, 2022

প্রতিবন্ধী-ট্রান্সজেন্ডারদের চাকরি দিলে কর ছাড়

প্রতিবন্ধী ও ট্রান্সজেন্ডার জনগোষ্ঠীর মানুষদের চাকরি দিলে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিশেষ কর ছাড়ের প্রস্তাব দেয়া হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ২০২২-২৩ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন। সেই বাজেটেই এমন ঘোষণা দেন তিনি।

বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী বলেন, ‘যদি কোনো প্রতিষ্ঠান তার মোট কর্মচারীর ১০ শতাংশ বা ২৫ জনের অধিক প্রতিবন্ধী বা ট্রান্সজেন্ডার ব্যক্তিদের নিয়োগ দেয়, তবে ওই কর্মচারীদের পরিশোধিত বেতনের ৭৫ শতাংশ বা প্রদেয় করের ৫ শতাংশ, যেটি কম, তা নিয়োগকারীকে কর রেয়াত হিসেবে অনুমোদনের প্রয়োজনীয় বিধান সংযোজনের প্রস্তাব করছি।’

Tuesday, June 7, 2022

ভিন্ন পরিবেশে জীবনযুদ্ধ

শৈশব কাটে মায়ের কোলে। নির্মম পরিহাসে পরিবার থেকে বিচ্যুত হয় সেই আদরের সন্তান। অবজ্ঞা-অবহেলায় গন্তব্য হয় অজানার পথ। ভিন্ন পরিবেশে জীবন যুদ্ধের প্রসঙ্গটির নাম হিজড়া।

শাকিলা ও মিম, জন্ম ছেলে সন্তান রূপে। পরে আবিস্কার হয় তৃতীয় লিঙ্গ বা হিজড়া হিসেবে। সমাজের বঞ্চনা অবহেলায় ছাড়তে হয় স্বাভাবিক জীবন। পরিজনের পর ছাড়তে হয় মাকে।

১২ বছর বয়সে শাকিলা আশ্রয় নেয় গুরু মা রবির কাছে। এই মা-ই তাঁকে আগলে রেখেছেন। বড় করেছেন সন্তান স্নেহে।

জজ কোর্টের আইনজীবী সোহাগ ফকিরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিত হামলা সন্ত্রাসীদের

ঢাকা জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সোহাগ ফকির এর উপর হত্যার উদ্দেশ্যে হামলা করেছে তার জমি দখলকারি সন্ত্রাসী আজিজুল ফকির, আলম ফকির ও তাদের দোসররা।সম্প্রতি পূর্ব পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা অ্যাডভোকেট সোহাগ ফকিরের গ্রামের বাড়ি গোপালগঞ্জের আদমপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র রামদা দিয়ে মাথায় কুপিয়ে ও লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে শরীর এর বিভিন্ন স্থানে এলোপাথাড়িভাবে আঘাত করে মারাত্মক জখম করে করে।

Wednesday, June 1, 2022

বগুরায় যৌন সংখ্যালঘু রপান্তরকামী হোচিমিন ইসলামের পরিবারকে একঘরে করে রাখায় জাস্টিসমেকার্স বাংলাদেশের উদ্বেগ ও প্রতিবাদ।

বগুরায় যৌন সংখ্যালঘু রুপান্তরকামী সম্প্রদায়ের ব্যক্তি হোচিমিন ইসলামের পরিবারকে গত দুইমাস যাবত একঘরে করে রাখার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ গভীর উদ্বেগ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে।

একই সাথে উল্লেখিত মানবাধিকার লংঘনের মত ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের অনতিবিলম্বে গ্রেফতার করত দ্রুত নিরপেক্ষ ও স্বচ্ছ বিচারে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী করেছে জাস্টিসমেকার্স বাংলাদেশ।

নারায়নগঞ্জে সিটি কাউন্সেলরের নির্দেশে যৌন সংখ্যালঘু হিজরা ব্যাক্তিকে নির্যাতন ও তুলে নিয়ে যাওয়ার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ উদ্বিগ্ন।

নারায়নগঞ্জে সিটি কাউন্সেলরের নির্দেশে যৌন সংখ্যালঘু সমকামী হিজরা সম্প্রদায়ের দুই ব্যক্তিকে নির্যাতন ও এক ব্যক্তিকে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় মানবাধিকার প্রতিষ্ঠান বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর) এবং জাস্টিসমেকার্স বাংলাদেশের গভীর উদ্বেগ প্রকাশ করেছে।


একই সাথে উক্ত ঘটনার সাথে জড়িত সকল অপরাধীকে দ্রুত চিহ্নিত করে গ্রেফতার পূর্বক দায়ীদের দৃষ্ঠান্তমূলক শাস্তি প্রদানের জোড় দাবী জানিয়েছে বিআইএইচআর এবং জাস্টিসমেকার্স বাংলাদেশ ।