Thursday, January 6, 2022

তাড়াশে ইউপি সদস্য হলেন তৃতীয় লিঙ্গের কাজলী

সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে তৃতীয় লিঙ্গের কাজলী খাতুন বিজয়ী হয়েছেন।

৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তালম ইউনিয়নের ৬, ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে কাজলী খাতুন সংরক্ষিত সদস্য পদে বিজয়ী হয়েছেন।

কাজলী খাতুন বলেন, ভোটাররা লিঙ্গ বিবেচনা করেননি। বরং তাদের মূল্যবান ভোটে আমাকে নির্বাচিত করেছেন। সেজন্য আমি ভোটারদের প্রতি কৃতজ্ঞ।

এদিকে তৃতীয় লিঙ্গের আরেক প্রার্থী রনি বলেন, মাত্র ৮ ভোট কম পেয়ে আমি পরাজিত হয়েছি। ভোটাররা আমার প্রতি যে ভালবাসা দেখিয়েছেন তাতেই আমি খুশি।


এ প্রসঙ্গে উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় দৈনিক ইত্তেফাককে বলেন, তৃতীয় লিঙ্গের কাজলী খাতুন বকপাখি প্রতীকে নির্বাচন করেছেন। রনি পেয়েছিলেন তালগাছ প্রতীক।

https://www.ittefaq.com.bd/309283/%E0%A6%A4%E0%A6%BE%E0%A7%9C%E0%A6%BE%E0%A6%B6%E0%A7%87-%E0%A6%87%E0%A6%89%E0%A6%AA%E0%A6%BF-%E0%A6%B8%E0%A6%A6%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AF-%E0%A6%B9%E0%A6%B2%E0%A7%87%E0%A6%A8-%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%95%E0%A6%BE%E0%A6%9C%E0%A6%B2%E0%A7%80

============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.

No comments:

Post a Comment