Tuesday, January 25, 2022

চাঁদপুরে আইনজীবীর বিরুদ্ধে ৮দিন পর পৃথক মামলা

চাঁদপুরে চাঞ্চল্যকর ঘটনা পুলিশী হামলা শিকার রক্তাক্ত জখম আইনজীবি আব্দুল্লাহ হিল বাকী(৫২) এর বিরুদ্বে পুলিশকে কর্তব্যরত অবস্থায় মারধর করার অভিযোগে ঘটনার ৮দিন পর চাঁদপুর সদর মডেল থানার মডেল থানার সহকারী উপ-পরিদর্শক মোঃ হিমন ইসলাম কর্তৃক আজ সোমবার(২৪ জানুয়ারী) বিকেলে চাঁদপুর সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেছে।


এ ছাড়া আহত আইনজীবি আব্দুল্লাহ হিল বাকীর পক্ষ থেকে জানানো হয়েছে,আজ সোমবার(২৪ জানুয়ারী) চাঁদপুর সদর কোর্ট আদালতে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোঃ হিমন ইসলামের বিরুদ্বে আইনজীবিকে রক্তাক্ত জখম করার অভিযোগ এনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গত ১৭ জানুয়ারী শহরের বাস্ট স্ট্যান্ড মোড়ে ফয়সাল মার্কেটের সামনে এ ঘটনা ঘটার পরদিন (১৮ জানুয়ারী) চাঁদপুরের পুলিশ সুপার মিলন মাহমুদ আহত আইনজীবিকে দেখতে চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে যান এবং ঘটনাটি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দেন।

এদিকে,এ ঘটনার পর গত মঙ্গলবার(১৮ জানুয়ারী) চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী অ্যাডঃ আব্দুল্লাহ্ হিল বাকীকে হামলাকারী চাঁদপুর মডেল থানার সহকারী উপ-পরিদর্শক হিমন ইসলামের শাস্তির দাবীতে পুলিশের হামলার প্রতিবাদে চাঁদপুরের আইনজীবীরা প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেন। সেখানে বলা হয় গত সোমবার দুপুরে আইনজীবী অ্যাডঃ আব্দুল্লাহ হিল বাকী তার কোটের দায়িত্ব (কাজ) শেষে ড্রেস পড়া অবস্থায় বাসায় যাওয়ার পথে চাঁদপুর শহরের বাসষ্ট্রান্ড এলাকায় চাঁদপুর মডেল থানার এ এস আই হিমন তার ব্যবহৃত হেলমেট দিয়ে তাকে মাথায় আঘাত করেন। বর্তমানে মারাত্বক আহত আইনজীবী অ্যাডঃ আব্দুল্লাহ্ হিল বাকী চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে চিকিস্যাধীন রয়েছে।

ঐ সময় মঙ্গলবার দুপুরে জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অ্যাডঃ আহসান হাবিব। সমিতির সাধারন সম্পাদক অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন, অ্যাড. ফজলুল হক সরকার, অ্যাড. রুহুল আমিন সরকার, অ্যাড. জহিরুল ইসলাম, মোঃ শাহজাহান মিয়া, কোহিনুর রশিদ, মোঃ কামরুল ইসলাম রোমান, মোঃ আবুল খায়ের খান, মোঃ জসিম উদ্দিন খান, মোঃ শাহাদাত হোসেন, কামাল উদ্দিন আহমেদ, মোঃ মোবারক হোসেন, শরীফ মাহমুদ ফেরদাউস শাহিন, মোঃ জসিম উদ্দিন-২, আলহাজ্ব মিজানুর রহমান, মোঃ শাহ আলম ফরাজী, মোঃ মজিবুর রহমান ভূঁইয়া, মোঃ মহসিন খান, মোঃ জসিম উদ্দিন ভূঁইয়া, মোঃ বাবর বেপারীসহ সিনিয়র আইনজীবীসহ অনান্য আইনজীবীরা।



সভায় আইনজীবীরা বলেন, আমরা দল বুঝি না, মত বুঝি না। আমরা সকলে আইনজীবি। আমরা পুলিশি হামলার নিন্দা ও প্রতিবাদ জানাই। পুলিশ শুধু বাকি বিল্লাহ কে রক্তাক্ত করেনি, পুরো আইনজীবিদের রক্তাক্ত করেছে। আমরা সকল অন্যায়ের প্রতিবাদ জানাই। সঠিক বিচার না পেলে অভিলম্বে কোর্টের সকল কার্যক্রম থেকে নিজেদের সরিয়ে নেব। যথার্থ্য মূল্যের মাধ্যমে রক্তের প্রতিদান দিতে হবে।পুলিশের বিরুদ্বে কঠিন ব্যবস্থা নেয়ার দাবি জানান। সভায় এএসআই হিমন ইসলামের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা দায়ের করা হবে। কোর্ট ফির টাকা আইনজীবি সমিতি বহন করবে বলে সিদ্বান্ত গ্রহণ করা হয়।



অপরদিকে,চাঁদপুর মডেল থানার একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, গত (১৭ জানুয়ারী) সোমবার দুপুর অনুমান ২টা ৩০ মিনিটের সময় সদর মডেল থানা, চাঁদপুরে কর্মরত এএসআই(নিঃ)/মোঃ হিমন ইসলাম সরকারী ডিউটি করার জন্য তাহার নামে ইস্যুকৃত সরকারী ওয়াকিটকি ও সরকারী মোটর সাইকেল যোগে চাঁদপুর ষোলঘর তাহার ভাড়াবাসা হইতে ডিউটি করার জন্য থানার উদ্দেশ্যে রওয়ানা হয়ে ঐ দিন দুপুর অনুমান ২টা৪৫ মিনিটের সময় চাঁদপুর সদর মডেল থানাধীন বিষ্ণুদী এলাকাস্থ চাঁদপুর বাস্ট স্ট্যান্ড মোড়ে ফয়সাল মার্কেটের সামনে পৌঁছালে রং-সাইড হইতে অজ্ঞাত নাম্বার বিহীন একটি ব্যাটারী চালিত অটোরিক্সার চালক বেপরোয়া ও দ্রুত গতিতে অটো চালাইয়া এসে এএসআই(নিঃ)/মোঃ হিমন ইসলাম এর মোটরসাইকেলে ধাক্কা মারে অতঃপর তিনি মোটর সাইকেল থেকে রাস্তায় পড়ে যায় এবং জখম প্রাপ্ত হয়।

তখন এএসআই(নিঃ)/মোঃ হিমন ইসলাম অটোরিক্সার চালককে আটক করিয়া নিজ হেফাজতে নিয়া জিজ্ঞাবাদের সময় অপরিচিত বিবাদী আব্দুল্লাহ হিল বাকী(৫২) ঘটনাস্থলে আসিয়া অটোরিক্সার ড্রাইভারকে ছেড়ে দিতে বলে ও এএসআই(নিঃ)/মোঃ হিমন ইসলাম এর সাথে তর্কবিতর্কে লিপ্ত হয় এবং অটো চালককে ছেড়ে দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে।

ঐ সময় এএসআই(নিঃ)/মোঃ হিমন ইসলাম নিজেকে পুলিশ পরিচয় দিয়ে জানায় যে, তিনি চাঁদপুর সদর মডেল থানায় এএসআই হিসাবে কর্মরত আছেন। পুলিশ পরিচয় দেওয়ার সাথে সাথে বিবাদী আব্দুল্লাহ হিল বাকী(৫২) জনসম্মুখে এএসআই(নিঃ)/মোঃ হিমন ইসলামকে আওয়ামীলীগ সরকারের পেটুয়া বাহিনীর সদস্য বলিয়া বিদ্রুপ করতঃ আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের বিদ্বেষ প্রকাশ করে ক্ষতি সাধনের হুমকি ও পরে দেখে নেওয়ার ভয়ভীতি প্রদর্শন করিয়া আক্রোশ বশঃত মারমুখি হইয়া গালি গালাজ শুরু করে এবং এএসআই(নিঃ)/মোঃ হিমন ইসলাম কিছু বুঝে উঠার আগেই বিবাদী আব্দুল্লাহ হিল বাকী(৫২) জনসম্মুখে বাম হাত দিয়ে শ্বাসরুদ্ধ করিয়া হত্যার চেষ্টা করতঃ ডান হাত দিয়া তাহার বাম গালে থাপ্পড় মারে এবং বেদর মারধরের প্রস্তুতি নেওয়াসহ পূনরায় থাপ্পড় মারিতে গেলে এএসআই(নিঃ)/মোঃ হিমন ইসলাম আত্মরক্ষার্থে তাহার হাতে থাকা হেলমেট দিয়ে তাহার থাপ্পড় প্রতিহত করে।

পরবর্তীতে এএসআই(নিঃ)/মোঃ হিমন ইসলাম স্থানীয় লোকজনদের সহযোগীতায় চাঁদপুর সদর হাসপাতালে যাইয়া প্রাথমিক চিকিৎসা গ্রহন করতঃ এএসআই(নিঃ)/মোঃ হিমন ইসলাম বাদী হইয়া বিবাদী আব্দুল্লাহ হিল বাকী(৫২)পিতা- মৃত আঃ হাকিম, সাং- হাপানিয়া, বর্তমানে আদর্শ মুসলিম পাড়া, পৌর ৮নং ওয়ার্ড, থানা ও জেলা-চাঁদপুর এর বিরুদ্ধে পেনাল কোড ১৮৯/৩৩২/৩৫৩/৩০৭/৫০৬ ধারার অভিযোগ দায়ের করিলে চাঁদপুর সদর মডেল থানার মামলা নং- ৪০/৪০, তাং- ২৪/০১/২০২২ইং ধারা-১৮৯/৩৩২/৩৫৩/৩০৭/৫০৬ রুজু করিয়া মামলাটি তদন্তভার পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব সুজন কান্তি বড়ুয়ার উপর অর্পন করা হয়। অতিদ্ররুত অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুর রশিদ বলেন,পুলিশের ডিউটিরত অবস্থায় তার কর্তব্যকাজে বাধা প্রদান এবং তাকে মারধর করার অপরাধে চাঁদপুর মডেল থানার পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো: হিমন ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। এখন তদন্ত সাপেক্ষে আইনানুগভাবে ব্যবস্থা গ্রহন করা হবে।

https://www.alokitobangladesh.com/country-news/101673/%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%81%E0%A6%A6%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%9A%E0%A6%BE%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9A%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%95%E0%A6%B0-%E0%A6%98%E0%A6%9F%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%80-%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A7%80%E0%A6%B0-%E0%A6%89%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE--%E0%A6%86%E0%A6%87%E0%A6%A8%E0%A6%9C%E0%A7%80%E0%A6%AC%E0%A7%80-%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A7%87-%E0%A7%AE%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%A8-%E0%A6%AA%E0%A6%B0-%E0%A6%AA%E0%A7%83%E0%A6%A5%E0%A6%95-%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%B2%E0%A6%BE

============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.

No comments:

Post a Comment