Thursday, August 29, 2019

ভাল নেই বাংলাদেশের সমকামীরা!

কেমন আছেন এদেশে সমকামীরা? পারিবারিক-সামাজিক নেতিবাচক দৃষ্টিভঙ্গি, রাষ্ট্রের অসহযোগিতা, আইন, নিরাপত্তাহীনতা, সব মিলিয়ে বেশ কোণঠাসা হয়ে আছেন তারা। এমনকি সমকামীরা ক্রমশ নিগৃহীত হচ্ছেন, হতাশায় আত্মহননের পথও বেছে নিচ্ছেন কেউ কেউ।প্রকৃতিগতভাবেই তারা এমন। তাদের মতো আরও অনেকে আছেন বাংলাদেশসহ বিশ্বজুড়ে। খোদ নিজ পরিবার থেকেই সমর্থন পান না। পেলেও সীমিত পরিসরে। আর সমাজ! নিজেদের মতো করে সম্পর্কেও জড়িয়েছেন কেউ কেউ, ভালো আছেন। তবে সব বিবেচনায় এদেশের সমকামীরা ভালো নেই।

২০১৬ সালে রাজধানীর কলাবাগানে সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে দৃর্বৃত্তরা হত্যার পর, এদেশের সমকামীরা প্রাণভয়ে গা ঢাকা দিয়েছেন। এরআগে ২০১৫ সালে প্রকাশ্যে এসেছিলেন এদেশের সমকামীরা।

একটা দেশের সর্বোচ্চ অভিভাবক হিসেবে রাষ্ট্র নিজেই ব্রিটিশ আমলের আইন অনুযায়ী, সমকামিতাকে জদারী অপরাধ হিসেবে আজ অবধি বজায় রেখেছে।সমকামীরা এবং তাদের অধিকার নিয়ে কাজ করা সৈকতদের মতো লোকেরা মনে করেন, আইনী পদক্ষেপ ছাড়া আপাতত সংকট সমাধান হবে না। তবে তারচেয়েও বেশি প্রয়োজন সমাজ ও রাষ্ট্রের সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি।


মূল লিখাঃ https://dbcnews.tv/paper/15d65f5888d207

============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.

1 comment: