প্রাপ্ত বয়স্ক দু’জন ছেলে মেয়ের স্বেচ্ছায়, সজ্ঞানে, জন সম্মুখের আড়ালে মিলিত হওয়ার অধিকারকে ভারতীয় সুপ্রীম কোর্ট কর্তৃক বৈধতা প্রদান কয়ায় বাংলাদেশের সমকামী সম্প্রদায় খুবই আনন্দিত। অচিরে বাংলাদেশের সমকামী সম্রদায়ও এমন একটি শুখবর পাবে বলে স্বপন দেখতে শুরু করেছে।
উক্ত রায়ের ফলে ভারতে সমকামিতা আর অপরাধ নয় এবং প্রাপ্তবয়স্ক পুরুষ বা নারীর মধ্যে সম্মতির ভিত্তিতে যৌন সম্পর্ক স্থাপন আর অপরাধ বলে গণ্য হবে না। এমনকি কারও যৌন পছন্দ আর বিচার বিভাগের বিবেচনাযোগ্য হবে না।
উক্ত রায় সমকামী অধিকারের ক্ষেত্রে শুধুমাত্র ভারত বাসীর জন্যই নয়, সমগ্র ভারতীয় উপমহাদেশের জন্য একটি মাইল ফলক রায় হয়ে থাওকবে হয়ে থাকবে। যদিও উক্ত রায়ের ফলে শুধুমাত্র ভারতীয় সমকামী সম্প্রদায় আইনগতভাবে সমকামিতার বৈধতা পেয়েছে, তাঁর পরও বাংলাদেশী সমকামী সম্প্রদায় ভিবিষয়ত কর্মপন্থা নির্ধারনে তা থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে ।
যদিও বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন তারপরও বাংলাদেশের আদালতগুলো বিচার পরিচালনাকালীন অধিকাংশ সময় ভারতীয় আদালতের বিভিন্ন সিদ্ধান্ত বিশেষভাবে আমলে গ্রহণ করে। ফলে ভারতীয় অ্দালতের এ রায় অবশ্যই বাংলাদেশী সমকামী আন্দোলনে বিশেষ গুরুত্ত্ব রাখবে।
এখন আর বলার উপায় নেই যে সমকামীতা শধুমাত্র পশ্চিমা ধ্যান ধারণার অংশ। অইনত বৈধতা প্রপ্তির মাধ্যমে সমকামীতা এখন ভারতীয় উপমহাদেশের ধানধারনার অংশে পরিনত হয়েছে।
এই রায়ের আলোকে বাংলাদেশী সমকামী সম্প্রদায় অচিরেই বাংলাদেশ দন্ডবিধির ৩৭৭ ধারা বাতিলের জন্য উচ্চ আদালতের দারস্থ হবে বলে আশা করছি এবং বাংলাদেশের সমকামী সম্প্রদায়ও আদালত থেকে এমন একটি রায় পাবে তা এখন সময়ের ব্যপার।
ভারতীর সুপ্রীমকোর্ট প্রদান করতে পারলে, বাংলাদেশ সুপ্রীম কোর্ট পারবে না কেন?
No comments:
Post a Comment