Wednesday, April 25, 2018

জরুরী আবেদন: বাংলাদেশী সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও মাহবুব তনয় হত্যার ন্যায়বিচার নিশ্চিত করা হোক!

প্রিয় সহকর্মী,
বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বৈচিত্র.বাংলা যৌথভাবে যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু/সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতির দাবীর আন্দোলনে বলিষ্ট ভুমিকা পালনকারী সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও মাহবুব তন্বয়কে মৌলবাদী জঙ্গি গোষ্টী কর্তৃক নির্মমভাবে হত্যার ঘটনা যথাযথ তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত গ্রেফতার করত ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে আপনার জরুরী কার্যকর হস্তক্ষেপ কামনা করছে


ঘটনার সংক্ষিপ্ত বিবরণ:

গত ২৫ এপ্রিল ২০১৬ ইং তারিখে যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু/সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতির দাবীর আন্দোলনে বলিষ্ট ভুমিকা পালনকারী সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে তার বসত বাড়িতে অবস্থানকালে মৌলবাদী জঙ্গি গোষ্টির সদস্যরা নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়  ঘটনা পরবর্তী সময়ে ঢাকা মহানগরের কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ ২ জন অভিযুক্ত হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা শিকার করে  কিন্তু অতীব দুঃখের বিষয় ঘটনার সংঘটিত হওয়ার ২ বছর অতিক্রান্ত হলেও পুলিশ এখন পর্যন্ত উক্ত ঘটনার তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে  বা অন্যান্য হত্যাকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়নি  উক্ত হত্যাকান্ডের তদন্ত কার্যক্রম অত্যন্ত ধীর গতিতে পরিচালিত হচ্ছে এবং তদন্তের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না  ইতোমধ্যে তদন্ত সম্পন্ন করে পুলিশ প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতের নিকট জমা দেয়ার তারিখ ২৩ বার পিছানো হয়েছে  ফলে উক্ত হত্যা ঘটনার পক্ষপাতহীন ও যথাযথ তদন্ত পুর্বক অপরাধীদের দ্রুত গ্রেফতার করত ন্যায় বিচার প্রাপ্তিতে সংশয় দেখা দিয়েছে

সুপারিশ:

বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বৈচিত্র.বাংলা যৌথভাবে যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু/সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতির দাবীর আন্দোলনে বলিষ্ট ভুমিকা রাখার কারণে সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান তন্বয়কে মৌলবাদী জঙ্গি গোষ্টী কর্তৃক নির্মমভাবে হত্যার ঘটনা যথাযথ তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত গ্রেফতারপূর্বক করত ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জোড় দাবী জানাচ্ছে

অনুগ্রহপূর্বক, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও মাহবুব তন্বয়কে মৌলবাদী জঙ্গি গোষ্টী কর্তৃক নির্মমভাবে হত্যার ঘটনা যথাযথ তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত গ্রেফতার করত ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের লক্ষ্যে নিম্নলিখিত ব্যক্তিবর্গের নিকট জরুরী আবেদন প্রেরণ করুনঃ





“নমুনা জরুরী আবেদন”
 বরাবর                                                                                         তারিখঃ  ২৫ এপ্রিল ২০১৮ ইং
জনাব মোঃ আব্দুল হামিদ
মহামান্য রাষ্ট্রপতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
রাষ্ট্রপতির কার্যালয়
বঙ্গভবন, ঢাকা, বাংলাদেশ।

বিষয়ঃ সমকামী অধিকারকর্মী  জুলহাজ মান্নান মাহবুব তনয়কে মৌলবাদী জঙ্গি গোষ্ঠী কর্তৃক নির্মমভাবে হত্যার ঘটনা যথাযথ তদন্তপূর্বক অপরাধীদের দ্রুত গ্রেফতার করত ন্যায় বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন প্রসংগে।

জনাব,

বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বৈচিত্র্য.বাংলা এর পক্ষ থেকে শুভেচ্ছা গ্রহণ করুন।

জাতিসংঘের সার্বজনীন মানবাধিকার সনদ (বিল অব রাইটস) এর আদর্শের ওপর প্রতিষ্টিত বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বৈচিত্র্য.বাংলা মানবাধিকার সংরক্ষন, উন্নয়ন ও প্রতিষ্ঠায় সর্বদা নিয়োজিত।  বাংলদেশের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার তথা মানবাধিকার সমুন্নত রাখা একটি পবিত্র সাংবিধানিক দায়িত্ত্ব।

গত ২৫ এপ্রিল ২০১৬ ইং তারিখে যৌন প্রবৃত্তিগত সংখ্যালঘু/সমকামী ব্যক্তির সাংবিধানিক স্বীকৃতির দাবীর আন্দোলনে বলিষ্ট ভুমিকা পালনকারী সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে তার বসত বাড়িতে অবস্থানকালে মৌলবাদী জঙ্গি গোষ্টির সদস্যরা নির্মমভাবে হত্যা করে পালিয়ে যায়  ঘটনা পরবর্তী সময়ে ঢাকা মহানগরের কলাবাগান থানায় একটি হত্যা মামলা দায়ের হলে পুলিশ ২ জন অভিযুক্ত হত্যাকারীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা শিকার করে  কিন্তু অতীব দুঃখের বিষয় ঘটনার সংঘটিত হওয়ার ২ বছর অতিক্রান্ত হলেও পুলিশ এখন পর্যন্ত উক্ত ঘটনার তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে  বা অন্যান্য হত্যাকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়নি  উক্ত হত্যাকান্ডের তদন্ত কার্যক্রম অত্যন্ত ধীর গতিতে পরিচালিত হচ্ছে এবং তদন্তের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না  ইতোমধ্যে তদন্ত সম্পন্ন করে পুলিশ প্রতিবেদন সংশ্লিষ্ট আদালতের নিকট জমা দেয়ার তারিখ ২৩ বার পিছানো হয়েছে  ফলে উক্ত হত্যা ঘটনার পক্ষপাতহীন ও যথাযথ তদন্ত পুর্বক অপরাধীদের দ্রুত গ্রেফতার করত ন্যায় বিচার প্রাপ্তিতে সংশয় দেখা দিয়েছে

আপনার দ্রুত ও কার্যকর হস্তক্ষেপে মৌলবাদী জঙ্গি গোষ্টির হাতে সমকামী অধিকারকর্মী জুলহাজ মান্নান মাহবুব তনয় নির্মভাবে নিহত হওয়ার ঘটনা পক্ষপাতহীন তদন্ত ও ন্যায়বিচার থেকে বঞ্চিত হওয়ার আশংকা দূরীভূত হবে বলেই আমাদের বিশ্বাস।

এমতাবস্থায়, বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বৈচিত্র্য.বাংলা মানবাধিকার সংরক্ষণ, উয়ন্নয়ন ও প্রতিষ্টাকল্পে সংশ্লিষ্ট বিষয়টির ওপর জরুরীভাবে আপনার ব্যক্তিগত হস্তক্ষেপ কামনা করছে

বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর), জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বৈচিত্র্য.বাংলা আপনার সার্বিক সাফল্য কামনা করছে


গভীর আন্তরিকতার সাথে-
 

অ্যাডভোকেট শাহানুর ইসলাম সৈকত
মহাসচিব
বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর)/ জাস্টিসমেকার্স বাংলাদেশ
প্রশাসক, বৈচিত্র্য.বাংলা
২৭ বিজয়নগর, ঢাকা-১০০০
মোবাইলঃ ০১৭৩০৩০৮০৮০
ব্লগ: www.shahanur.blogspot.com, www.bihrbd.blogspot.com
ওয়েবঃ বৈচিত্র্য.বাংলা
সদয় অবগতির জন্য প্রেরিত হলঃ
।  জনাব শেখ হাসিনা
মাননীয় প্রধানমন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
প্রধানমন্ত্রীর কার্যালয়
তেজগাঁও, ঢাকা, বাংলাদেশ।

।  জনাব বিচারপতি মাহমুদ হোসেন
মাননীয় প্রধান বিচারপতি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
প্রধান বিচারপতির কার্যালয়
সুপ্রীম কোর্ট অব বাংলাদেশ
ঢাকা, বাংলাদেশ।
ইমেইলঃ chief@bdcom.com or supremec@bdcom.com

।  জনাব আনিসুল হক
মাননীয় মন্ত্রী
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সচিবালয়
ঢাকা, বাংলাদেশ।
ইমেইল:info@minlaw.gov.bd
জনাব আসাদুজ্জামান খান
মাননীয় মন্ত্রী
স্বরাষ্ট্র মন্ত্রনালয়
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
বাংলাদেশ সচিবালয়
ঢাকা, বাংলাদেশ।
ইমেইল:minister@mha.gov.bd

।  জনাব কাজী রিয়াজুল হক
চেয়ারম্যান
জাতীয় মানবাধিকার কমিশন
বিটিএমসি ভবন, কাওরানবাজার
ঢাকা, বাংলাদেশ।
ইমেইলঃ info@nhrc.org.bd

জনাব মোঃ জাবেদ পাটোয়ারী
মহা পুলিশ পরিদর্শক
বাংলাদেশ পুলিশ
পুলিশ সদর দপ্তর
ফুলবাড়িয়া
ঢাকা, বাংলাদেশ।
ইমেইলঃ ig@police.gov.bd


সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ!



জরুরী আবেদন বিভাগ
বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস (বিআইএইচআর)
জাস্টিসমেকার্স বাংলাদেশ এবং বৈচিত্র.কম
২৭ বিজয়নগর, ঢাকা-১০০০

ব্লগ: www.shahanur.blogspot.com, www.bihrbd.blogspot.com, ওয়েবঃ বৈচিত্র্য.বাংলা

============================================================ Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual and Social Minority People.

No comments:

Post a Comment