Wednesday, April 15, 2015

আসুন সমকামি ব্যক্তিকে মানুষ হিসেবে মর্যাদা দেই!

অ্যাডভোকেট শাহানূর ইসলাম সৈকত
সমকামিতার কথা শুনলেই কেন জানি আমাদের সমাজের অধিকাংশ মানুষই নাক সিটকায়। বিষয়টিকে যখন্য আপরাধ মনে করে সমকামী ব্যক্তিকে ঘৃনার চোখে দেখে। যদি কখনো কোনো পরিবারে সমকামী ব্যক্তি আছে বলে পরিবারের সদস্যরা জানতে পারে তবে তার প্রতি বিভিন্নভাবে অত্যাচার নিপীড়ন নেমে আছে। অনেক সময় সমকামী ব্যক্তিকে জোড়পূর্বক বিপরীত লিঙ্গের সাথে বিবাহ দেওয়া হয়। যা তার মানসিক স্বাস্থ্যের চরম অবনতি ঘটায়।

বিপরীত লিংগের সাথে বিবাহিত জীবনে সমকামী ব্যক্তি কখনো তার পার্টনারকে মেনে নিতে পারে না। ফলে তাদের দাম্পত্য জীবনে নেমে আসে চরম অনিশ্চয়তা। হয়তবা সমাজের চাপে, পরিবারের চাপে একজন সমকামী ব্যক্তিকে বিপরীত লিঙ্গের সাথে বিবাহিত জীবন যাপন করতে হয়। কিন্তু সে জীবনে সে কখনো সুখী হতে পারে না। তাছাড়া আমাদের সামজে সমকামীতাকে পাপ হিসেবে গন্য করা হয়। সমকামী ব্যক্তি জাহান্নামের আগুনে পতিত হবে বলেও প্রচারিত। কিন্তু প্রশ্ন হলো একজন ব্যক্তির অন্য একজন ব্যক্তিকে ভালবাসা পাপ হবে কেন? ভালবাসাত সর্গীয় বিষয়। আর সমকামীতা তো তার জন্মগত সহজাত প্রবৃত্তি। একজন নারী অথবা পুরুষ যেমন জন্মগতভাবেই বিপরীত লিঙ্গের মানুষকে ভালবাসায় তাড়িত হয়, ঠিক তেমনি সমকামী ব্যক্তিরাও জন্মগতভাবেই সমলিঙ্গীয় ব্যক্তির প্রতি ভালবাসায় তাড়িত হয়। তাই সমকামিতা কখনো পাপ হতে পারে না। আসুন সমকামীতাকে পাপ হিসেবে না দেখে অন্য সাধারণ ভালবাসার মত করে দেখি। স্মকামী ব্যক্তিকে ঘৃনা না করে তাদের মানুষ হিসেবে মর্যাদা দেই! 

=======================================================================
Advocate Shahanur Islam | An Young, Ascendant, Dedicated Human Rights Defender, Lawyer and Blogger in Bangladesh, Fighting for Ensuring Human Rights, Rule of Law, Good Governance, Peace and Social Justice For the Victim of Torture, Extra Judicial Killing, Force Disappearance, Trafficking in Persons including Ethnic, Religious, Sexual (LGBT) and Social Minority People.