Friday, December 7, 2012

Human rights lawyer and journalist in Bangladesh once again received threats for life along with his family

Dhaka, December 08, 2012
Shahanur Islam @ Saikot, founding secretary general of “JusticeMakers Bangladesh”, legal & human rights editor of the monthly Bengali magazine “Doyel” as well as member of the “Bangladesh Bar Council” and district “Bar Association of Dhaka” has been received death threats along with his family. On 7th December 2012 around at
6.50 pm, he received threats for the life of his wife, mother and him over mobile phone, while he was staying at his home. A general diary (GD) has been lodged in this connection with Mohammadpur police station under Dhaka metropolitan police (DMP) being general diary number 547, dated 7 December 2012 and Mr. Selim Reja, sub inspector (SI) of the said police station has been assigned for take action, but yet no initiative has been taken to take action against the allege perpetrator.

According to Mr. Islam, one unknown people asked Mr. Islam about his staying place at that moment using the mobile phone on Friday early of the night around at 6.50 pm and threatened him to kill being angry as fire, while Mr. Islam asked the perpetrator about his identity instead of disclosed Mr. Islam's staying place due to security reason. Latter, the alleged perpetrator again phoned him and uttered filthy language toward Mr. Islam. Furthermore, the perpetrator uttered filthy language about Mr. Islam’s mother and wife and later, he threatened Mr. Islam to kill his mother and wife. Meanwhile, the alleged perpetrator identified him as death of Mr. Islam and the said perpetrator assured that he will be appeared before Mr. Islam in due time. Finally, he switched off his phone after making caution that Mr. Islam will be suffered for the effect of his continuing activities immidiately.

Here specially mentions that during the time of his duties, Mr. Islam published many report on abusing law and human rights by the state agencies and state sponsored terrorist including powerful political, social and religious group. He also moved many cases against the perpetrators as a lawyer and some of them have been punished. He also conducted many investigations and fact-finding missions on human rights violations as well as issued local and international urgent appeals requesting attention to concerned authorities.

Mr. Islam received a lot of threats, death threats as well as faced physical attacked, arrest and harassment previously due to his activities on upholding human rights in Bangladesh.

Mr. Islam apprehends that he would be killed in any time and cordially asked to the national and international body for ensuring the security of him and his family.



মানবাধিকার আইনজীবী ও সাংবাদিককে পরিবারসহ হত্যার হুমকি

মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা মহাসচিব, বাংলা ম্যাগাজিন মাসিক দোয়েল এর আইন ও মানবাধিকার সম্পাদক এবং বাংলাদেশ বার কাউন্সিল ও ঢাকা বার এ্যাসোসিয়েশনের সম্মানিত সদস্য এডভোকেট শাহানূর ইসলাম সৈকতকে তার পরিবারসহ হত্যার হুমকি প্রদান করা হয়েছে। গতকাল ৭ ডিসেম্বর ২০১২ ইং তারিখে এক অপরিচিত দুস্কৃতিকারী মোবাইল ফোনে তাঁকে হত্যার হুমকি হুমকি প্রদান করেন। এ ব্যাপারে এডভোকেট ইসলাম নিজের ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে মোহাম্ম্পুর থানায় একটি সাধারণ ডায়েরী নথিবদ্ধ করেছেন।

ঘটনায় জানা যায়, গতকাল ৭ ডিসেম্বর ২০১২ ইং তারিখে তার ঢাকাস্থ বাসায় অবস্থানকালীন সময়ে আনুমানিক সন্ধ্যা ৬.৫০ মিনিটে ০১৭৩০৭২৫৫৯০ নাম্বার থেকে এক অপরিচিত দুষ্কৃতিকারী এডভোকেট ইসলামের ব্যক্তিগত ব্যবহার্য মোবাইল ফোনে কল করে তিনি সেসময় কোথায় অবস্থান করছে তা জানতে চানকিন্তু ব্যক্তিগত নিরাত্তার কথা চিন্তা করে এডভোকেট ইসলাম তার অবস্থান না জানিয়ে অভিযুক্ত দুষ্কৃতিকারীর পরিচয় জানতে চাইলে তিনি মূহুর্তে রাগান্বিত হয়ে এডভোকেট ইসলামকে হত্যার হুমকি প্রদান করেন। সে সময় এডভোকেট ইসলাম ভয়ে ফোন কেটে দেয়কিছুক্ষণ পর একই নাম্বার থেকে আবার ফোন করে এডভোকেট ইসলামকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। সে সময় অভিযুক্ত দুষ্কৃতিকারী এডভোকেট ইসলামের স্ত্রী মাকে নিয়ে অশ্লীল ভাষায় গালি গালাজ করতে করতে এক সময় তাদেরও হত্যা করার হুমকি দেয়এডভোকেট ইসলামকে সে সময় বার বার অভিযুক্ত দুষ্কৃতিকারীর পরিচয় জানতে চাইলেও তিনি তার পরিচয় না দিয়ে বরং তিনি এডভোকেট ইসলামের যম আর সময় হলেই এডভোকেট ইসলাম তার পরিচয় পেয়ে যাব বলে জানায়সর্বশেষে অচিরেই এডভোকেট ইসলাম তার কর্মফল ভোগ করব বলে শাসিয়ে ফোন কেটে দেয়

এখানে বিশেষভাবে উল্লেখ্য যে, এডভোকেট ইসলামকে ইতোপূর্বে বিভিন্ন সময় হত্যার হুমকি প্রদান করাসহ শারীরিকভাবে আক্রমণ করা হয়েছেএমতাবস্থায় এডভোকেট ইসলাম তার মা, স্ত্রীসহ ব্যক্তিগতভাবে তার সমূহ বিপদ, ক্ষতি নিরাপত্তাহীনতার আশংকা করছে জাস্টিসমেকার্স বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর এ ব্যাপারে গভীর উদ্বেব প্রকাশ করেছেন এবং এডভোকেট ইসলাম ও তার পরিবারের নিরাপত্তা প্রদানসহ অভিযুক্ত দুষ্কৃতিকারীকে অবিলম্বে চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জোড় দাব জানিয়েছে।
General Diary Lodged by Mr. Islam