Monday, December 10, 2012

জাস্টিসমেকার্স বাংলাদেশ এর বিশ্ব মানবাধিকার দিবস ২০১২ উদযাপন।

ঢাকা, ১০ ডিসেম্বর ২০১২
মানবাধিকার প্রতিষ্ঠান জাস্টিসমেকার্স বাংলাদেশ,ঢাকা, মানবাধিকার উন্নয়ন প্রকল্প (এইচআরডিপি), খুলনা, মানব উন্নয়ন কেন্দ্র (মউক), মেহেরপুর এবং গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স (জিএইচআরডি) যৌথভাবে নানান কর্মসূচী আয়োজনের মাধ্যমে বর্নিলভাবে খুলনা ও মেহেরপুরে  আজ ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস ২০১২ উদযাপন করে। মানবাধিকার উন্নয়ন প্রকল্প (এইচআরডিপি), খুলনা আজ
সকাল ৯ ঘটিকায় আড়াই শতাধিক নারী, পুরুষও শিশুর সমন্বয়ে একটি র‍্যালীর আয়োজন করে। র‍্যালীটি সিমেট্রি রোড থেকে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে খুলনা শহরের পিকচার প্যালেস মোড়ে এসে এক মানব বন্ধনের মাধ্যমে শেষ হয়।


মানবন্ধনে খুলনা সিটি কর্পোরেশনের মহিলা কমিশনার কনিকা সাহা, খুলনা জেলা নারী ও শিশু ট্রাইব্যুনালের বিশেষ সরকারী কৌশুলী এডভোকেট অলকা নন্দ দাস, খুলনা জেলা জজ কোর্টের সরকারী কৌশুলী এডভোকেট ফিরোজ আহমেদ, খুলনা প্রেসক্লাবের সেক্রেটারি মোঃ সাহেব আলী এবং এইচআরডিপির নির্বাহী পরিচালক মোঃ জামাল উদ্দিন মোড়লসহ  নাগরিক সমাজের প্রতিনিধি দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে বিকেল ৪ ঘটিকায় এইচআরডিপি এর নিজস্ব সভাকক্ষে সামাজিক জীবনে সর্বস্তরে বৈষম্যহীন সমসুযোগ নিশ্চিত কর এই প্রতিপাদ্য সামনে রেখে একটি সাধারন আলোচনার আয়োজন করে।

মানব উন্নয়ন কেন্দ্র (মউক), মেহেরপুর আজ সকাল ৯ ঘটিকায় তিন শতাধিক নারী,পুরুষ ও শিশুর সমন্বয়ে একটি র‍্যালীর আয়োজন করে। র‍্যালীটি আমঝুপি হার্ট রোড থেকে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে শহরের সোনালী ব্যাংক মোড়ে এসে এক মানব বন্ধনের মাধ্যমে শেষ হয়। মানবন্ধনে আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, মেহেরপুর জজ আদালতের সহকারী সরকারী কৌশুলী এডভোকেট মতিউল আশরাফ ও মউক এর প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান সেলিমসহ নাগরিক সমাজের প্রতিনিধি দেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতিতে উদ্বেগ জানিয়ে বক্তব্য প্রদান করেন। পরবর্তীতে মউক এর নিজস্ব সভাকক্ষে সামাজিক জীবনে সর্বস্তরে বৈষম্যহীন সমসুযোগ নিশ্চিত কর এই প্রতিপাদ্য সামনে রেখে একটি সাধারন আলোচনার আয়োজন করে।