Thursday, March 15, 2012

যদি এখন নয়, তবে কখন?

 সারা বিশ্বে ২৪৬ (দুইশত ছেচল্লিশ) মিলিয়ন শিশু শিশুশ্রমে নিয়োজিত।
 সারা বিশ্বে শিশুশ্রমে নিয়োজিত ৭৩ (তেয়াত্তর) মিলিয়ন শিশুর বয়স ১০ (দশ) বছরের কম।
 সারা বিশ্বে প্রতিবছর ২২,০০০ (বাইশ হাজার) শিশু ঝুকিপূর্ন কর্মেেত্র দূর্ঘটনায় মৃত্যু বরণ করে।
 ১৪ (চৌদ্দ) বছরের কম বয়সী ১২৭ (একশত সাতাশ) মিলিয়ন শিশু এশিয়া-পাসিফিক অঞ্চলে কাজ করে।

 সাব-সাহারা অঞ্চলে ১৪ (চৌদ্দ) বছরের নিচে এক তৃতীয়াংশ শিশু (৪৮ মিলিয়ন) শিশুশ্রমে নিয়োজিত।
 অধিকাংশ শিশু কোন প্রকার আইনী সুরা ছাড়াই অপ্রাতিষ্ঠানিক খাতে নিয়োজিত।
 সারা বিশ্বে প্রতিবছর ৮.৪ (আট দশমিক চার) মিলিয়ন শিশুকে দাসত্ব, পাচার, পতিতাবৃত্তি, পর্নোগ্রাফীর মত কাজে বাধ্য করা হয়।
 বাংলাদেশে ৩.২ (তিন দশমিক দুই) মিলিয়ন শিশু শিশুশ্রমে নিয়োজিত, যার মধ্যে ২.৪ (দুই দশমিক চার) মিলিয়ন শিশু গ্রাম অঞ্চলে বাস করে।
 বাংলাদেশে ৩.২ (তিন দশমিক দুই) মিলিয়ন শিশু শিশুশ্রমে নিয়োজিত।
 বাংলাদেশে ১.৩ (এক দশমিক তিন) মিলিয়ন বা ৪১% ( একচল্লিশ সতাংশ) শিশু ঝুকিপূর্ন শিশুশ্রমে নিয়োজিত।
 বাংলাদেশে ৪ (চার) লক্ষ শিশু গৃহশ্রমিক হিসেবে কাজ করে, তাদের মধ্যে শুধু ঢাকা শহরে কাজ করে ১.৩২ (এক দশমিক তিন দুই) লক্ষ শিশু।
এখনই সময় শিশুশ্রম প্রতিরোধে এগিয়ে আসা!
যদি এখন না হয়, তবে কখন?
যদি আমরা এগিয়ে না আসি, তবে কারা এগিয়ে আসবে?
চলুন সবায় মিলে এখনই শিশুশ্রম প্রতিরোধ করি!
শিশুদের জন্য একটি বসবাসযোগ্য পৃথিবী গড়ে তুলি!



No comments:

Post a Comment