আন্তর্জাতিক মানবাধিকার প্রতিষ্ঠান গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স(জিএইচআরডি), দি হেগ, নেদারল্যান্দডস এর আমন্ত্রণে বাংলাদেশের বিশিষ্ট্য মানবাধিকার আইনজীবী ও জাস্টিসমেকার্স বাংলাদেশ এর মহাচিব ও নির্বাহী পরিচালক এডভোকেট শাহানুর ইসলাম দক্ষিণ এশিয়ার সংখ্যালঘু মানবাধিকার রক্ষা বিষয়ক আন্তর্জাতিক কনফারেন্সে যোগদান করেন । গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স(জিএইচআরডি)এর আয়োজনে বেলজিয়ামের রাজধানী ব্রাসেল এ অবস্থিত ইউরোপিয়ান পার্লামেন্টে গত ৮ ডিসেম্বর সংখ্যালঘু বিষয়ক এই আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্টিত হয় ।
হিউম্যান রাইটস ওয়াচ এর উপদষ্টা পরিষদর সদস্য বিশিষ্ট্য সাংবাদিক ও কলামিষ্ট অধ্যাপক জেন পল মারথোজ এর মডারেশনে ও ইউরোপিয়ান পার্লামেন্টের সুইডিশ লেবার পার্টির সদস্য সিসিলিয়া উইকস্ট্রোম এর সভাপতিত্বে অনুষ্টিত এই কনফারেন্স এডভোকেট ইসলাম বাংলদেশের এথনিক ও সেক্সুয়াল সংখ্যালঘুর মানবাধিকার রক্ষা বিষয়ক বক্তব্য প্রদান করেন । অন্যান্য বক্তাদের মধ্যে বাংলাদেশের বিশিষ্ট্য নারীবাদী লেখিকা তছলিমা নাছরিন এই কনফারেন্সে উপস্থিতথেকে তাঁর মুল্যবান বক্তব্য প্রদান করেন । এ সময় এডভোকেট ইসলাম ইউরোপি্যান পার্লামেন্টের বহিঃবিভাগের বাংলাদেশ বিষয়ক ডেলি ডেলিগেশনের সেক্রেটারিতার মিস মিক্কু কেউনানে সংগে বাংলদেশের এথনিক ও সেক্সুয়াল সংখ্যালঘুর মানবাধিকার রক্ষা বিষয়ক দ্বি-পাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন ।
হিউম্যান রাইটস ওয়াচ এর উপদষ্টা পরিষদর সদস্য বিশিষ্ট্য সাংবাদিক ও কলামিষ্ট অধ্যাপক জেন পল মারথোজ এর মডারেশনে ও ইউরোপিয়ান পার্লামেন্টের সুইডিশ লেবার পার্টির সদস্য সিসিলিয়া উইকস্ট্রোম এর সভাপতিত্বে অনুষ্টিত এই কনফারেন্স এডভোকেট ইসলাম বাংলদেশের এথনিক ও সেক্সুয়াল সংখ্যালঘুর মানবাধিকার রক্ষা বিষয়ক বক্তব্য প্রদান করেন । অন্যান্য বক্তাদের মধ্যে বাংলাদেশের বিশিষ্ট্য নারীবাদী লেখিকা তছলিমা নাছরিন এই কনফারেন্সে উপস্থিতথেকে তাঁর মুল্যবান বক্তব্য প্রদান করেন । এ সময় এডভোকেট ইসলাম ইউরোপি্যান পার্লামেন্টের বহিঃবিভাগের বাংলাদেশ বিষয়ক ডেলি ডেলিগেশনের সেক্রেটারিতার মিস মিক্কু কেউনানে সংগে বাংলদেশের এথনিক ও সেক্সুয়াল সংখ্যালঘুর মানবাধিকার রক্ষা বিষয়ক দ্বি-পাক্ষিক আলোচনায় অংশগ্রহণ করেন ।
উপরোল্লেখিত কনফারেন্সে যোগদান ছাড়াও এডভোকেট ইসলাম গত ৭ ডিসেম্বর নেদারল্যান্সের ডাচ পার্লামেন্ট এর পররাষ্ট্র বিষয়ক কমিটির সংগে বাংলদেশের এথনিক ও সেক্সুয়াল সংখ্যালঘুর মানবাধিকার রক্ষা বিষয়ক আলোচনায় অংশগ্রহণ করেন । এছাড়া তিনি ১২ ডিসেম্বর বিশ্ব জুরে আইনজীবীদের অধিকার ও নিরাত্তা নিয়ে কর্মরত ইউরোপ ভিত্তিক মানবাধিকার সংঠন ইন্টারন্যাশনাল অবজারভেটরি ফর লইয়ার এর সাথে ও পারিস বার এসোসিয়েশনের মানবধিকার বিষয়ক কমিটির প্রধান মিস আনি সউললয়াক এর সংগে এবং গত ১৩ ডিসেম্বর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব হিউম্যান রাইটসসহ বিভিন্ন মানবাধিকার সংগঠন ও সুশিল সমাজের প্রতিনিধির সাথে বাংলাদেশের বর্তমান মানবাধিকার পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন ।
No comments:
Post a Comment