Monday, February 28, 2011

আমলাদের কারণে মানবাধিকার কমিশনে লোকবল নিয়োগ হচ্ছে না

মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. মিজানুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর অনুমোদনের পরও আমলাদের কারণে মানবাধিকার কমিশনে ২৮ লোকবল নিয়োগ দেয়া সম্ভব হচ্ছে না। আজ সোমবার রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ সংখ্যালঘু মানবাধিকার প্রতিবেদন-২০১০ প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স ও বাংলাদেশ ইনস্টিটিউট অব হিউম্যান রাইটস এ প্রকাশনার আয়োজন করে।

অনুষ্ঠানে ড. মিজানুর রহমান বলেন, লোকবল নিয়োগ বন্ধ থাকলেও মানবাধিকার কমিশনের কাজ বন্ধ থাকবে না। প্রয়োজনে দেশের ছাত্র-ছাত্রীদের নিয়ে কার্যক্রম চালিয়ে যাবে মানবাধিকার কমিশন।
তিনি বলেন, মানবাধিকার কমিশনের কর্মীরা কোন ধর্ম বা গোষ্ঠীর নয়। তারা মানুষ হিসেবে কাজ করে যাচ্ছেন।

No comments:

Post a Comment