Monday, February 28, 2011

আটক অবস্থায় মৃত্যু: 'বাহিনীর সংশ্লিষ্ট সদস্যকে বরখাস্ত করা উচিত'

আটক অবস্থায় নির্যাতনে অপরাধীর মৃত্যু হলে আইন-শৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সদস্যকে সাময়িক বরখাস্ত করতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন মানবাধিকার কমিশন চেয়ারম্যান।

সোমবার রিপোর্টার্স ইউনিটিতে 'বাংলাদেশ সংখ্যালঘু মানবাধিকার প্রতিবেদন ২০১০' প্রকাশ উপলক্ষ্যে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অনুরোধ করেন কমিশন চেয়ারম্যান মিজানুর রহমান।

আটক অবস্থায় নির্যাতনে মৃত্যু রোধে আইন দরকার নেই- মন্তব্য করে তিনি বলেন,"যারা অপরাধীদের আটকাবস্থায় নির্যাতন করবে তাদের তাৎক্ষণিকভাবে বরখাস্ত করার সাজা দেওয়া হবে।

"এরপর তা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে একটি প্রজ্ঞাপন জারি করতে স্বরাষ্ট্রমন্ত্রী কাছে অনুরোধ জানাচ্ছি।"

মিজানুর বলেন, "অতীতে দেখা গেছে রাষ্ট্রীয় ছত্রছায়ায় থেকে সরাসরি সংখ্যালঘুদের ওপর অত্যাচার করা হয়েছে। এখন এটা অনেক কমে গেছে।"

গ্লোবাল হিউম্যান রাইটস ডিফেন্স এবং বাংলাদেশ ইন্সটিটিউট অব হিউম্যান রাইটস এ অনুষ্ঠান আয়োজন করে।

আয়োজকরা জানান, ২০১০ সালে সারা দেশে এক হাজার ছয়শ ৫০টি সংখ্যালঘুদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে।

অনুষ্ঠানে মূল প্রতিবেদন উপস্থাপন করেন বিআইএইচআর'র নির্বাহী পরিচালক শাহানূর ইসলাম।

প্রকাশিত প্রতিবেদনে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ কে সংশোধন করে আন্তর্জাতিক মানের এবং নিরাপদ হেফাজতের নামে জেলে অন্তরীণ রাখার মতো নির্যাতনমূলক ব্যবস্থা বাতিল, অর্পিত সম্পত্তি আইন অবিলম্বে বাস্তবায়ন এবং অতি শিগগির এ ধরণের সম্পত্তি ফেরত দেওয়ার তালিকা প্রকাশ করা, গ্রাম্য সালিশ, ফতোয়া বন্ধ ইত্যাদি সুপারিশ করা হয়।

No comments:

Post a Comment